ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

বঙ্গবন্ধু মহিলা কাবাডি টুর্নামেন্টের সেমিফাইনালে বাংলাদেশ

কলকাতা ব্যুরো | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২২ ঘণ্টা, ডিসেম্বর ২, ২০১২

কলকাতা: বাংলাদেশের বাইরে প্রথমবারের মতো আয়োজিত জাতির জনক শেখ মুজিবুর রহমানের নামে বঙ্গবন্ধু মহিলা কাবাডি টুর্নামেন্টের সেমিফাইনাল ম্যাচ খেলবে বাংলাদেশ দল।

শনিবার নেতাজি সুভাষ চন্দ্র বসুর পৈত্রিক ভিটা সুভাষগ্রামে ও গড়িয়ায় ২টি প্রদর্শনী ম্যাচে তারা পশ্চিমবঙ্গ দলকে হারিয়ে দেয়।



রোববার যাদবপুরের পূর্বাচলের জাগরী সংঘের মাঠে সেমিফাইনালে উপস্থিত থাকবেন রাজ্যের যুব কল্যানমন্ত্রী অরুপ বিশ্বাস, বাংলাদেশের ডেপুটি হাই-কমিশনার আবিদা ইসলাম প্রমুখ।

সোমবার টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে উত্তর চব্বিশ পরগনার বাংলাদেশ সীমান্তবর্তী অশোকনগর-কল্যানগড়ে।

বাংলাদেশ সময়: ১৩১৫ ঘণ্টা, ডিসেম্বর ০২, ২০১২
আরডি/ সম্পাদনা: মীর ‍সানজিদা আলম, নিউজরুম এডিটর ও অশোকেশ রায়, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর; জুয়েল মাজহার, কনসালট্যান্ট এডিটর [email protected]

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।