ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

মুম্বাইয়ে বহুতল ভবনে আগুন

মুম্বাই সংবাদদাতা | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৪ ঘণ্টা, ডিসেম্বর ২, ২০১২

মুম্বাই: ভারতের বাণিজ্যনগরী মুম্বাইয়ে বহুতল ভবনের একটি অ্যার্পাটমেন্টে ভয়াবহ আগুন লেগেছে৷

রোববার সকালে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

এলাকাবাসীরা জানান, ভোর রাত সাড়ে ৩টা নাগাদ দক্ষিণ মুম্বাইয়ের অভিজাত কাফ প্যারেড এলাকায় জলি মেকার্স নামের ২৪তলা ভবনের ১৯ তলায় আগুন লাগে৷  

আগুন নেভাতে দমকল বাহিনীর ২৫ টি ইউনিট কাজ করছে।

আগুন বর্তমানে অনেকটা নিয়ন্ত্রণে আসলেও এখনও পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি৷

এসি মেশিনের শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে বলে দমকল বাহিনীর সদস্যরা প্রাথমিক ধারণা করেছেন।

দমকল বাহিনীর সদস্যরা জানান, আগুন লাগার সময় ওই ফ্ল্যাটে ৬ জন লোক ছিলেন৷ আগুন লাগার খবর পাওয়া মাত্রই পুলিশ সব বাসিন্দাদের নিরাপদে বাইরে বের করে নিয়ে আসে। ওই ভবনের আশপাশের বাসিন্দাদেরও বাইরে নিয়ে আসা হয়েছে।

বহুতলের আগুন নেভানোর ব্যবস্থা থাকলেও অগ্নিনির্বাপন যন্ত্র বিদ্যুচালিত হওয়ায় তা ব্যবহার করা যায়নি৷ অগ্নিকাণ্ডে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

বাংলাদেশ সময়: ১১৪৯ ঘণ্টা, ডিসেম্বর ০২, ২০১২
আরডি/সম্পাদনা: বেনু সূত্রধর,নিউজরুম এডিটর
[email protected]

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।