ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

তৃণমূল মন্ত্রীর বিরুদ্ধে মানহানির মামলা দলীয় বিধায়কের!

কলকাতা ব্যুরো | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০২ ঘণ্টা, ডিসেম্বর ২, ২০১২

কলকাতা: পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা থেকে রবীন্দ্রনাথ ভট্টাচার্যের পদত্যাগ, শ্রমিক নেতা ও বিধায়ক শোভন দেব চট্টোপাধ্যায়ের দল ছাড়ার হুমকির পর এবার দলীয় বিধায়কই মামলা করলেন শিল্পমন্ত্রীর বিরুদ্ধে।

রাজ্যের শিল্পমন্ত্রী পার্থ চ্যাটার্জির বিরুদ্ধে অবমাননাকর মন্তব্যের অভিযোগ এনে মানহানির মামলা করেছেন তৃণমূল কংগ্রেসের সাংসদ সোমেন মিত্রের স্ত্রী কলকাতার বিধায়ক শিখা মিত্র।



গত ১ জুলাই সল্টলেকের বিধান ভবনে একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন তৃণমূলের বিধায়ক শিখা মিত্র। সেই অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে শিখা মিত্র বেশ কিছু মন্তব্য করেন। যে মন্তব্যকে কেন্দ্র করে বিতর্ক তৈরি হয়েছিল তৃণমূলের অন্দরমহলে।

এ সংক্রান্ত খবর সংবাদমাধ্যমে প্রকাশ পেলে বিধায়ক শিখা মিত্র দলীয় শৃঙ্খলা ভঙ্গ করেছেন বলে অভিযোগ ওঠে।

এর পাশাপাশি শিল্পমন্ত্রী পার্থ চ্যাটার্জির মন্তব্যও প্রকাশিত হয়।

তার সেই মন্তব্যকেই অবমাননাকর বলে মনে করে শিখা মিত্র ২৩ আগস্ট ব্যাঙ্কশাল কোর্টে একটি মানহানির মামলা করেন।

এ মামলার শুনানি ছিল শুক্রবার। তবে বিচারক না থাকায় মামলার শুনানি হয়নি।

দলের মন্ত্রীর বিরুদ্ধে দলীয় বিধায়কের মামলায় দলের নিয়ন্ত্রণ নিয়ে এ ঘটনায় ইতোমধ্যেই যথেষ্ট অস্বস্তিতে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস।

বাংলাদেশ সময়: ১১৫২ ঘণ্টা, ডিসেম্বর ০২, ২০১২
সম্পাদনা: মীর সানজিদা আলম, নিউজরুম এডিটর ও অশোকেশ রায়, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।