ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

বারভিডায় প্রশাসক নিয়োগ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৪৩ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০২১
বারভিডায় প্রশাসক নিয়োগ বারভিডা

চট্টগ্রাম: গাড়ি ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বাংলাদেশ রিকন্ডিশন্ড ভেহিক্যালস ইমপোর্টার্স অ্যান্ড ডিলার্স অ্যাসোসিয়েশনে (বারভিডা) প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) বাণিজ্য মন্ত্রণালয় (বাণিজ্য সংগঠন-২ শাখা) এ সংক্রান্ত আদেশ জারি করেছে।

 

যাতে বলা হয়, বাণিজ্য সংগঠন অধ্যাদেশ, ১৯৬১ এর ১০ ধারা মোতাবেক বাংলাদেশ রিকন্ডিশন্ড ভেহিক্যালস ইমপোর্টার্স অ্যান্ড ডিলার্স অ্যাসোসিয়েশনের (বারভিডা) কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য সঠিক ভোটার তালিকা প্রণয়নসহ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে ছাদেক আহমদ, উপসচিব, বাণিজ্য মন্ত্রণালয়কে বারভিডার প্রশাসক নিয়োগ করা হলো। নিয়োগকৃত প্রশাসক ক্ষমতা গ্রহণের পর ৬ মাসের মধ্যে সঠিক ভোটার তালিকা প্রণয়নসহ কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন করে নির্বাচিত কমিটির নিকট ক্ষমতা হস্তান্তরপূর্বক এ মন্ত্রণালয়কে অবহিত করবেন।

দায়িত্বপ্রাপ্ত প্রশাসক বিধি মোতাবেক প্রশাসকের সম্মানিভাতা / দায়িত্বভাতা প্রাপ্ত হবেন।

সূত্র জানায়, বারভিডার বর্তমান কার্যনির্বাহী কমিটির মেয়াদ শুক্রবার (৩১ ডিসেম্বর) শেষ হচ্ছে।  

প্রশাসক নিয়োগ প্রসঙ্গে জানতে চাইলে বারভিডার সভাপতি আবদুল হক বাংলানিউজকে বলেন, এ বিষয়ে আমরা এখনো কিছুই জানি না। তবে আমাদের মেয়াদ শুক্রবার শেষ হচ্ছে। সরকার যে সিদ্ধান্ত দেবে তা আমরা মেনে নেব।  

লাদেশ সময়: ২২৩৫ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০২১ 
এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।