ঢাকা, বৃহস্পতিবার, ১৪ ফাল্গুন ১৪৩১, ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ২৭ শাবান ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রাম পৌঁছেছে আবদুল্লাহ আল নোমানের মরদেহ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০২৫
চট্টগ্রাম পৌঁছেছে আবদুল্লাহ আল নোমানের মরদেহ সাবেক মন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবদুল্লাহ আল নোমানের মরদেহ চট্টগ্রামে পৌঁছেছে।

চট্টগ্রাম: সাবেক মন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবদুল্লাহ আল নোমানের মরদেহ চট্টগ্রামে পৌঁছেছে।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে পৌনে ৫ টার দিকে হেলিকপ্টার চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়ামে অবতরণ করেন।

মরদেহ ঘিরে চট্টগ্রামের আপামর জনগনের  উপচে পড়া ভিড়  মাঠের চারপাশে লক্ষ্য করা গেছে।  

এদিকে বিকেলে কাজীর দেউড়ি ভিআইপি টাওয়ারের বাসভবন প্রাঙ্গণে দর্শনার্থীদের জন্য রাখা হবে মরদেহ।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) সকাল ৮টা থেকে ৯টা পর্যন্ত চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে শুধমাত্র বিশ্ববিদ্যালয়ের ছাত্র, শিক্ষক ও কর্মচারী-কর্মকর্তাদের দর্শনের জন্য রাখা হবে। পরে সকাল ৯ থেকে ১০টা পর্যন্ত ইস্ট ডেল্টা ইউনিভার্সিটি প্রাঙ্গণে বিশ্ববিদ্যালয়টির ছাত্র, শিক্ষক ও কর্মচারী-কর্মকর্তাদের দর্শনের জন্য রাখা হবে। সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত চট্টগ্রাম মহানগর বিএনপির দলীয় কার্যালয় নসিমন ভবনের মাঠে দর্শনার্থীদের জন্য রাখা হবে।  

এদিন দুপুর ১টায় মরদেহ জমিয়তুল ফালাহ মসজিদ ময়দানে রাখা হবে এবং পরে বাদে জুমা বেলা আড়াইটায় জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। সর্বশেষ বাদে আসর রাউজান গহিরা স্কুল মাঠে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হবে এবং পরে গহিরায় পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

আবদুল্লাহ আল নোমান মঙ্গলবার (২৫ ফেব্রয়ারি) ভোর ৬টায় রাজধানীর ধানমন্ডির বাসায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে…রাজিউন)। প্রবীণ এ রাজনীতিবিদের মৃত্যুর খবরে চট্টগ্রামসহ সারাদেশের রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে আসে।

বাংলাদেশ সময়: ১৭১৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০২৫
এমআই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।