ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুলসহ ২৪ ব্যক্তি-প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা  

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪১ ঘণ্টা, ডিসেম্বর ১, ২০২৪
এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুলসহ ২৪ ব্যক্তি-প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা
 

চট্টগ্রাম: চট্টগ্রামে এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম, তার ভাইসহ ২৪ ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে ১ হাজার ৯৬৩ কোটি টাকার ঋণখেলাপি মামলা করেছে জনতা ব্যাংক।  

রোববার (১ ডিসেম্বর) চট্টগ্রাম অর্থঋণের বিচারক মুজাহিদুর রহমানের আদালত জনতা ব্যাংকের পক্ষে মামলাটি দায়ের করে ঢাকার প্রধান কার্যালয় ও সাধারণ বীমা ভবন শাখা কার্যালয়।

 

মামলায় সাইফুল আলম (এস আলম), আবদুল্লাহ হাছান, ওসমান গণি, আবদুস সামাদ (লা্বু), ওসমান গণি, মিসেস শাহানা ফেরদাউস, মিশকাত আহমদ, মিসেস ফারজানা পারভিন, মো. শহীদুল আলম সহ গ্রুপের বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তিকে বিবাদী করা হয়েছে।  

আদালতের বেঞ্চ সহকারী রেজাউল করিম বাংলানিউজকে জানান, জনতা ব্যাংক চট্টগ্রাম নগরের ডবলমুরিং থানার শেখ মুজিবুর রহমান রোড চৌমুহনী জীবন বীমা শাখা থেকে এস আলম গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান গ্লোবাল ট্রেডিং কর্পোরেশনের নামে ঋণ নেওয়া হয়।

ঋণ নেওয়ার পর আদায় না করার কারণে এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম, তার ভাইসহ ২৪ ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলার আবেদন করা হয়। আদালত শুনানি শেষে সাইফুল আলমের ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকে থাকা সh শেয়ার ক্রোক অবস্থায় রাখার নির্দেশ দেন। সেইসঙ্গে দুর্নীতি দমন কমিশনকে উত্ত ঋণের সঙ্গে সংশ্লিষ্ট সকল অনিয়মের তদন্তের নির্দেশ দেন।  

বাংলাদেশ সময়: ১৬৩৬ ঘণ্টা, ডিসেম্বর ১, ২০২৪
এমআই/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।