চট্টগ্রাম: চট্টগ্রাম প্রেস ক্লাবের সদস্য সচিব ও দৈনিক আমার দেশ পত্রিকার আঞ্চলিক সম্পাদক এবং সিডিএ’র বোর্ড সদস্য জাহিদুল করিম কচিকে সংবর্ধনা দিয়েছে নারী ও শিশু অধিকার ফোরাম চট্টগ্রাম মহানগর শাখা।
শনিবার (৩০ নভেম্বর) রাতে নগরীর কাজির দেউড়িস্থ একটি রেস্টুরেন্টে সংগঠনের সদস্য আরশে আজিম আরিফের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে এ সংবর্ধনা দেওয়া হয়।
এসময় সংবর্ধিত অতিথি সাংবাদিক জাহিদুল করিম কচিসহ উপস্থিত ছিলেন ৭১ টিভির ব্যুরো প্রধান ও চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম শিল্পী, জিয়া পরিষদ চট্টগ্রাম মহানগরের সাধারণ সম্পাদক রোটারিয়ান জসিম উদ্দিন চৌধুরী, মহানগর বিএনপি নেতা ও দেওয়ান বাজার ওয়ার্ড বিএনপির সভাপতি খন্দকার নুরুল ইসলাম, চট্টগ্রাম প্রেস ক্লাবের স্থায়ী সদস্য শাহনেওয়াজ রিটন, বৈষম্যবিরোধী সাংবাদিক ঐক্যের সমন্বয়কারী আরিয়ান লেলিন, সাংবাদিক এম কে মনির, আজাদ হোসেন, নারী ও শিশু অধিকার ফোরামের সদস্য শহিদুল আলম রনি, ফজলুল করিম, আরিফুল ইসলাম রিয়াদ, মো. আজগর আলী, মাহবুব আলম অপু, আলাউদ্দিন টিপু, পাপ্পু, জুয়েল, সুমন, আবির সহ নারী ও শিশু অধিকার ফোরামের নেতৃবৃন্দ।
আমন্ত্রিত অতিথিরা সাংবাদিক জাহিদুল করিম কচিকে নিয়ে স্মৃতিচারণ করে বলেন, তিনি বিগত ১৭ বছর ধরে স্বৈরাচারী হাসিনার বাহিনীর হাতে সীমাহীন নির্যাতনের শিকার হয়েছেন।
পরে সংগঠনের নেতৃবৃন্দ জাহিদুল করিম কচিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং ক্রেস্ট তুলে দেন।
বাংলাদেশ সময়: ১৪৪৪ ঘণ্টা, ডিসেম্বর ০১, ২০২৪
এসি/টিসি