ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

নভেম্বরে চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হাজার ছুঁইছুঁই

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২০ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০২৪
নভেম্বরে চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হাজার ছুঁইছুঁই

চট্টগ্রাম: গত ২৪ ঘণ্টায় নতুন করে ২৭ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। তবে এইদিন এ রোগে আক্রান্ত হয়ে কেউ মারা যাননি।

 চলতি নভেম্বর মাসে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন মোট ৯০৩ জন

সোমবার (২৫ নভেম্বর) চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী, ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত ২৭ জনের মধ্যে সরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন ২২ জন এবং বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন ৫ জন রোগী।

তবে এদিন ডেঙ্গু আক্রান্ত কেউ মারা যাননি।

চট্টগ্রামে জানুয়ারি থেকে ২৫ নভেম্বর পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৮৬৫ জন। এর মধ্যে গত চলতি নভেম্বর মাসে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ৯০৩ জন। এ ছাড়া এবছর ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ৪০ জনের। এর মধ্যে নভেম্বর মাসেই মারা গেছেন ১৫ জন।

বিগত বছরগুলোর তুলনায় চলতি বছর ডেঙ্গুর প্রকোপ কিছুটা কম বলে মনে করছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। তবে সংক্রমণ কম বলে অবহেলা করলে আক্রান্ত ও মৃত্যু হার বাড়ার সম্ভাবনারও রয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

এদিকে ডেঙ্গু নিয়ে সতর্ক থাকার পরামর্শ দেন চট্টগ্রাম জেলার সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম।

বাংলাদেশ সময়: ১৯১০ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০২৪
এমআর/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।