ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

বোয়ালখালীতে সাবেক ইউপি চেয়ারম্যানের দৌরাত্ম্য

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫০ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০২৪
বোয়ালখালীতে সাবেক ইউপি চেয়ারম্যানের দৌরাত্ম্য ...

চট্টগ্রাম: বোয়ালখালীতে একটি ধর্মীয় প্রতিষ্ঠানের নির্মাণকাজে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় সাবেক ইউপি চেয়ারম্যান আজিজুল হকের বিরুদ্ধে। তার কাছ থেকে বেশি দামে বালু না কেনার কারণে এই বাধা দেওয়া হচ্ছে বলে দাবি করেছেন স্থানীয় শেখ শরীফের।

 

সোমবার (২৫ নভেম্বর) সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।  

তিনি বলেন, বোয়ালখালী উপজেলার শ্রীপুর এলাকায় আমাদের পারিবারিক চার শতক জায়গা মসজিদের নামে ওয়াকফ করে নির্মাণকাজ শুরু করি।

কারণ আমাদের এলাকার মুসল্লিদের ওয়াক্ত নামাজ পড়ার জন্য দেড় কিলোমিটার দূরে যেতে হয়। আমরা বালু ফেলে জায়গা ভরাট করলে সাবেক চেয়ারম্যান আজিজুল হকের লোকজন বাধা দেন। তারা বাজারে যে বালু প্রতি ট্রাক ৮০০ টাকা তা তাদের কাছ থেকে ২৪-২৫শ’ টাকা করে নেওয়ার জন্য চাপ দিচ্ছে। তাদের হুমকির তোয়াক্কা না করে বাজার থেকে বালু নিয়ে ভরাট কাজ শুরু করি। গত ১৭ নভেম্বর আবছার, দৌলত মিয়া, জানে আলম নান্নু এসে ভরাট কাজ বন্ধ করার নির্দেশ দেন এবং তাদের কাছ থেকে তিন গুণ বাড়তি দামে বালু নেওয়ার চাপ দেন। কথা না শুনলে মেরে নদীতে ভাসিয়ে দেওয়ারও হুমকি দেন। মোবাইল ফোনে চেয়ারম্যান আজিজুল হক বলেন, এই মুহূর্তে কাজ বন্ধ করতে হবে।

তিনি বলেন, একজন সাবেক চেয়ারম্যান এভাবে হয়রানি করলে, হুমকি দিলে আমরা যাব কোথায়। তাদের হুমকির কারণে আমি এলাকায়ও যাচ্ছি না।

ভুক্তভোগীরা প্রশাসনের সহযোগিতা চেয়ে চিঠি দিয়েছেন।  

বাংলাদেশ সময়: ১৮৪৫ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০২৪
এআর/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।