ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রামে সাংবাদিক একাদশ-সিএন্ডএফ প্রীতি ক্রিকেট ম্যাচ

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৯ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০২৪
চট্টগ্রামে সাংবাদিক একাদশ-সিএন্ডএফ প্রীতি ক্রিকেট ম্যাচ

চট্টগ্রাম: চট্টগ্রামে অনুষ্টিত হয়েছে সাংবাদিক একাদশ-সিএন্ডএফ এফসিসি প্রীতি ক্রিকেট ম্যাচ।

রোববার (২৪ নভেম্বর) সকালে নগরের সাগরিকা বিভাগীয় মহিলা ক্রীড়া কমপ্লেক্স মাঠে চট্টগ্রামে কর্মরত সাংবাদিক একাদশ এবং সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন কর্মকর্তা কর্মচারী এফসিসি যৌথভাবে এ ক্রিকেট ম্যাচের আয়োজন করে।

ম্যাচ শেষে দৈনিক পূর্বদেশের স্পোর্টস ইনচার্জ সাইফুল্লাহ চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিজয়ী দলের মাঝে ট্রফি তুলে দেন চট্টগ্রাম সম্মিলিত পেশাজীবী পরিষদের আহবায়ক ও চট্টগ্রাম প্রেস ক্লাবের অন্তর্বর্তী কমিটির সদস্য সচিব জাহিদুল করিম কচি। বিশেষ অতিথি হিসেবে চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ শাহনওয়াজ, জিয়া পরিষদ চট্টগ্রামের সদস্য সচিব রোটারিয়ান জসিম উদ্দিন, সাবেক জাতীয় ফুটবলার ও ক্রীড়া সাংবাদিক দেবাশীষ বড়ুয়া দেবু, একাত্তর টিভির ব্যুরো প্রধান সাইফুল ইসলাম শিল্পী, সিনিয়র ক্রীড়া সাংবাদিক নজরুল ইসলাম, সিনিয়র টিভি সাংবাদিক এম নাজমুল ইসলাম, ফটো সাংবাদিক মোহাম্মদ ফারুক।

এ সময় অন্যদের মাঝে সাজু, ইরফান, অনিক, তানভির, নওষাদ, আরমান, আকিব, রবিন, নিলয়, রাসেল, ইমরান, সাইমুন, কাফেল সহ সিএন্ডএফ এফসিএ নেতৃবৃন্দ এবং চট্টগ্রামে কর্মরত বিভিন্ন গনমাধ্যমে কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

প্রথমে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় চট্টগ্রাম কর্মরত সাংবাদিক ক্রিকেট একাদশ। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে সাংবাদিক একাদশকে ১৫ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১২৫ রানের টার্গেট ছুড়ে দেয় সিএন্ডএফ এফসিএ। জবাবে ১৫ ওভারে ৫ উইকেট হারিয়ে ১১৬ রান তুলে সাংবাদিক একাদশ।

বাংলাদেশ সময়: ২১১০ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০২৪
পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।