ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

অরবিস উড়ন্ত চক্ষু হাসপাতালে দ্বিতীয় পর্বের প্রশিক্ষণ শুরু 

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৯ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০২৪
অরবিস উড়ন্ত চক্ষু হাসপাতালে দ্বিতীয় পর্বের প্রশিক্ষণ শুরু  ...

চট্টগ্রাম: স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের আমন্ত্রণে এবং চট্টগ্রাম চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণ কেন্দ্রের সহযোগিতায় অরবিস উড়ন্ত চক্ষু হাসপাতাল দ্বিতীয় পর্বের প্রশিক্ষণ কার্যক্রম শুরু করেছে। প্রশিক্ষণের মূল বিষয়গুলোর মধ্যে রয়েছে ছানি, গ্লুকোমা, রেটিনা, অকুলোপ্লাস্টি এবং কর্নিয়ার রোগের চিকিৎসা।

রয়েছে নিউরো অফথালমোলজি ওয়ার্কশপ, অপটোমেট্রিওয়েবিনার, নার্সিং এবং বায়োমেডিক্যাল সংক্রান্ত প্রশিক্ষণ।

রোববার (২৪ নভেম্বর) চট্টগ্রাম চক্ষু হাসপাতালের রোগীদের চোখের পরীক্ষা নিরীক্ষার মধ্য দিয়ে এ কার্যক্রম শুরু হয়।

২৮ নভেম্বর পর্যন্ত এ প্রশিক্ষণ চলবে।  

প্রশিক্ষণ সম্পর্কে সিইআইটিসির প্রতিষ্ঠাতা ও ম্যানেজিং ট্রাস্টি অধ্যাপক ডা. রবিউল হোসেন বলেন, বিশ্বব্যাপী চক্ষু চিকিৎসা সেবাদানকারী প্রতিষ্ঠান অরবিস ইন্টারন্যাশনাল চট্টগ্রাম চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণ কেন্দ্রে গত ২৫ বছর আগে থেকে কাজ করছে। অরবিস বাংলাদেশে আধুনিক চক্ষু চিকিৎসার ক্ষেত্রে চিকিৎসক, নার্সদের প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ মানবসম্পদ তৈরিব ব্যাপারে যথেষ্ট ভূমিকার রাখছে। আমি আশা করবো অরবিস যেন তাদের মানবসম্পদ তৈরি ও চিকিৎসাসেবা কার্যক্রম অব্যহত রাখে।

তিনি বলেন, অরবিসের চিকিৎসক, নার্স এবং অন্যান্য প্রয়োজনীয় জনবল প্রশিক্ষণের মাধ্যমে চট্টগ্রাম চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণ কেন্দ্র শিশুদের চিকিৎসায় উন্নত প্রশিক্ষণ কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। যার ফলে চট্টগ্রাম চক্ষু হাসপাতালে বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রশিক্ষণের জন্য চিকিৎসক, নার্সরা প্রশিক্ষণ নিতে আসেন। বাংলাদেশে এটি অরবিস উড়ন্ত চক্ষু হাসপাতালের ১১তম প্রশিক্ষণ। ২০০২ সাল থেকে এবারের প্রকল্পটি নিয়ে মোট ৫ বার চট্টগ্রাম চক্ষু হাসপাতালে এ প্রশিক্ষণ কার্যক্রম অনুষ্ঠিত হচ্ছে।  

এ প্রকল্পে সহায়তা করেছে অ্যালকন কেয়ারস, অ্যালকন ফাউন্ডেশন, ফেডএক্স, অফথালমোলোজিক্যাল সোসাইটি অব বাংলাদেশ (ওএসবি), বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ান্স অ্যান্ড সার্জন (বিসিপিএস) এবং ন্যাশনাল আই কেয়ার।

বাংলাদেশ সময়: ১৮৩০ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০২৪
এআর/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।