ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

চবি আবৃত্তি সংসদের কর্মশালায় যুক্ত হলো তরুয়া-মুগ্ধসহ ৭ শহীদের নাম

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৯ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০২৪
চবি আবৃত্তি সংসদের কর্মশালায় যুক্ত হলো তরুয়া-মুগ্ধসহ ৭ শহীদের নাম ...

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়: চব্বিশের গণঅভ্যুত্থানে শহীদদের উৎসর্গ করে ‘প্রমিত উচ্চারণ, উপস্থাপনা ও আবৃত্তি কর্মশালা-২৪‘ আয়োজন করতে যাচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) আবৃত্তি সংসদ। ‘বৈষম্যহীন শব্দের নান্দনিক উচ্চারণই আবৃত্তি’ স্লোগান ধারণ করে আয়োজিত হবে তিন মাসব্যাপী কর্মশালাটি।

মঙ্গলবার (১৯ নভেম্বর) বিকেল ৩টায় চবি সাংবাদিক সমিতির কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বিষয়টি জানান সংগঠনটির নেতারা।

কর্মশালায় দেশবরেণ্য বাচিকশিল্পী, বেতার ও টেলিভিশন উপস্থাপক এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা প্রশিক্ষণ দেবেন।

  

১৯ নভেম্বর থেকে ১৯ ডিসেম্বর পর্যন্ত অনলাইনে এবং অফলাইনে কর্মশালায় নিবন্ধন করা যাবে। চাকসু ভবনের নিচতলা ও ব্যবসায় প্রশাসন অনুষদের যাত্রীছাউনিতে স্থাপিত বুথ থেকে প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত ফরম সংগ্রহ করা যাবে। আগামী ১৬ জানুয়ারি কর্মশালা শুরু হবে।

সংবাদ সম্মেলনে সংগঠনটির সভপতি মো. শাহাদাত হুসাইন বলেন, এই আবৃত্তি কর্মশালা আমাদের অন্যতম আয়োজন। কর্মশালাটি আমরা জুলাই বিল্পবে শহীদদের উৎসর্গ করতে চাই। কর্মশালার যাবতীয় কার্যক্রম সাজবে জুলাইয়ের রঙে৷ ২২৪ জন প্রশিক্ষণার্থীকে আমরা ৭টি মেন্টরিং গ্রুপে ভাগ করবো এবং প্রতিটি গ্রুপের নাম আমরা গণঅভ্যুত্থানে শহীদদের নামে সাজিয়েছি৷ যে ৭জন শহীদের নামে ৭টি গ্রুপের নামকরণ করা হয়েছে তাঁরা হলেন- শহীদ হৃদয় তরুয়া, শহীদ ফরহাদ হোসেন,  শহীদ আবু সাইদ, শহীদ ওয়াসিম আকরাম, শহীদ ফয়সাল ইসলাম শান্ত, শহীদ মীর মুগ্ধ, শহীদ সাংবাদিক তাহির জামান প্রিয়।  

তিনি বলেন, আবৃত্তি সংসদ আবৃত্তি শিল্পের মাধ্যমে দেশীয় সংস্কৃতি চর্চার অন্যতম একটি কেন্দ্র। বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক বৈচিত্র্যকে ধারণ করে শিক্ষার্থীদের মাঝে নানামুখী কার্যক্রম পরিচালনা করে আসছে সংগঠনটি। তার মধ্যে প্রমিত উচ্চারণ, উপস্থাপনা, আবৃত্তি কর্মশালা, পথ আবৃত্তি, জাতীয় দিবস উদযাপন, পাঠচক্র, আবৃত্তি প্রতিযোগিতা, প্রকাশনা, আবৃত্তি উৎসব ইত্যাদি আমাদের কর্ম পরিকল্পনার অন্যতম অংশ।  

চবির ফাইন্যান্স বিভাগের অধ্যাপক ড. তানভীর মোহাম্মদ হায়দার আরিফ, আরবি বিভাগের অধ্যাপক কবি ড. মুহাম্মদ ফরিদুদ্দিন ও বাংলা বিভাগের শিক্ষক সহযোগী অধ্যাপক ড. এমএম রিজাউল ইসলামের সহযোগিতায় যাত্রা করে সংগঠনটি।

বাংলাদেশ সময়: ১৯৫০ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০২৪
এমএ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।