ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

পতেঙ্গায় বিপুল পরিমাণ বিদেশি মদ উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩০৭ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০২৪
পতেঙ্গায় বিপুল পরিমাণ বিদেশি মদ উদ্ধার

চট্টগ্রাম: নগরের পতেঙ্গার কর্ণফুলী চ্যানেলের ১৫ নম্বর ঘাট এলাকায় কোস্ট গার্ডের অভিযানে ৮০ বোতল বিদেশি মদ ও ৩৬ ক্যান বিয়ারসহ তিনটি লাইফবোট জব্দ করা হয়েছে

শনিবার (১৬ নভেম্বর) দিবাগত রাত সোয়া একটার দিকে এ অভিযান চালানো হয়।

কোস্ট গার্ডের পূর্ব জোনের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার মো. সুয়াইব বিকাশ জানান, কর্ণফুলী চ্যানেলের ১৫  নম্বর ঘাট এলাকায় মাদকের একটি চালান পাচার হবে।

এমন গোপন তথ্যের ভিত্তিতে শনিবার দিবাগত রাত সোয়া একটার দিকে অভিযান চালানো হয়। অভিযান চলাকালীন মাদক কারবারিরা কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।
 

তিনি আরও জানান, পরবর্তীতে কোস্টগার্ড সদস্যরা তিনটি লাইফবোটে তল্লাশি করে ৮০ বোতল বিদেশি মদ (হাই কমিশনার) ও ৩৬ ক্যান বিয়ার (সাইগন লেজার) উদ্ধার করে। এসময় ৩টি লাইফ বোটও জব্দ করা হয়। উদ্ধার বিদেশি মদ ও বিয়ার পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চট্টগ্রাম কাস্টমসের নিকট হস্তান্তর করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ২২৫৭ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০২৪
এমআই/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।