ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

বহিরাগত বাইক চালকদের বিরুদ্ধে চবিতে অভিযান

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৩০ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০২৪
বহিরাগত বাইক চালকদের বিরুদ্ধে চবিতে অভিযান ...

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়: ক্যাম্পাসে বহিরাগত এবং অবৈধ মোটরসাইকেলসহ ট্রাফিক আইন লংঘন ঠেকাতে মোবাইল কোট পরিচালনা করে ৮ মোটর সাইকেল চালককে জরিমানা ও দুটি বাইককে মামলা দেওয়া হয়েছে।

শুক্রবার (১৫ নভেম্বর) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্পটে অভিযান চালায় প্রক্টরিয়াল বডি ও হাটহাজারী পুলিশ।

 

সহকারী প্রক্টর মো. নুরুল হামিদ কানন বলেন, ক্যাম্পাসে প্রতিদিন অনেক বহিরাগত বাইক প্রবেশ করে। এদের অনেকেই উচ্চ গতিতে বাইক চালায় এতে করে আমাদের শিক্ষক-শিক্ষার্থীদের চলাচলে সমস্যা হয়।

আবার মাদক কারবারি ও ছিনতাইয়ের মতো ঘটনাও ঘটছে। যার ফলে আজকে ক্যাম্পাসের চারটি পয়েন্টে পুলিশের সহযোগিতায় অভিযান পরিচালনা করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে। ক্যাম্পাসে শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনতে যা যা করা দরকার বর্তমান প্রশাসন তাই করবে।

হাটহাজারী থানার টিআই শামসুদ্দিন বলেন, দীর্ঘদিন ধরেই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বহিরাগত বাইকারদের যাতায়াত রয়েছে। এদের অধিকাংশ গাড়ির লাইসেন্স থাকে না। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় একটি আবাসিক ক্যাম্পাস। এখানে শিক্ষক শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয় রয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের নির্দেশে আজ ক্যাম্পাসে অভিযান চালানে হয়েছে। বিশ্ববিদ্যালয় নিরাপত্তার জন্য আমরা এই অভিযান অব্যাহত রাখবো।

বাংলাদেশ সময়: ২২২৫ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০২৪
এমএ/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।