ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

ফটিকছড়ির বিভিন্ন কর্মসূচিতে জেলা প্রশাসক

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৮ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০২৪
ফটিকছড়ির বিভিন্ন কর্মসূচিতে জেলা প্রশাসক ...

চট্টগ্রাম: জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ফরিদা খানম ফটিকছড়ি উপজেলা পরিদর্শন করেছেন।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির অংশ হিসেবে ডলু আশ্রয়ণ প্রকল্পে স্থাপিত স্বপ্নযাত্রা প্রাথমিক বিদ্যালয়ের শুভ উদ্বোধন, ফটিকছড়ি উপজেলার সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি, শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, সাংবাদিক, ছাত্র প্রতিনিধি ও বীর মুক্তিযোদ্ধাদের সাথে মতবিনিময় সভা; চা শ্রমিকদের আবাসন কর্মসূচির আওতায় নির্মিত গৃহের চাবি হস্তান্তর, সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ; ফটিকছড়ি কেন্দ্রীয় শহীদ মিনার ‘স্পর্ধিত অহংকার’ উদ্বোধন; উপজেলা ভূমি অফিস ও ইউনিয়ন ডিজিটাল সেন্টারের কার্যক্রম পরিদর্শন করেন।

 

এসময় উপস্থিত ছিলেন ফটিকছড়ি উপজেলার উপজেলা নির্বাহী অফিসার মোজাম্মেল হক চৌধুরী, সহকারী কমিশনার (ভূমি) মো. মেজবাহ উদ্দিন, ভুজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, বাংলাদেশ সেনাবাহিনীর প্রতিনিধি ও বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

বাংলাদেশ সময়: ১৪১৪ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০২৪ 
এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।