ঢাকা, বুধবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

নতুন বাংলাদেশকে এগিয়ে নিতে প্রকৌশলীদের এগিয়ে আসার আহ্বান 

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৭ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০২৪
নতুন বাংলাদেশকে এগিয়ে নিতে প্রকৌশলীদের এগিয়ে আসার আহ্বান  ...

চট্টগ্রাম: দেশকে এগিয়ে নিতে হলে প্রকৌশলীদের প্রযুক্তিগত জ্ঞান আরও বৃদ্ধি করতে হবে। দেশের কল্যাণে নতুন আবিষ্কার করে নতুন বাংলাদেশকে এগিয়ে নিতে হবে।

একইসাথে জনগণের কাতারে এসে কাজ করে নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারে জনগণকে উৎসাহ দিতে হবে।

ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি)’র ৫৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন এসব কথা বলেন।

বুধবার (১৩ নভেম্বর) নগরের আমবাগানস্থ আইডিবি ভবনে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আইডিইবির কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক প্রকৌশলী কবির হোসেন।

বক্তব্য দেন আইডিইবির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য সচিব প্রকৌশলী কাজী শাখাওয়াত হোসেন, কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক প্রকৌশলী আব্দুল্লাহ টিটু, প্রকৌশলী জয়নুল আবেদীন, চট্টগ্রাম আইডিইবির সাবেক সেক্রেটারী আবু তাহের, আইডিইবির সাবেক সেক্রেটারী রহিমউল্লাহ, চট্টগ্রাম জেলা আইডিইবির আহ্বায়ক কমিটির সভাপতি জাহাঙ্গীর আলম, সদস্য সচিব করিম উদ্দিন, পেশাজীবি নেতা তারেক হোসাইন, ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ার্স ফোরামের সভাপতি কেএম ইসহাক, ফোরামের সাংগঠনিক সম্পাদক  ইয়াছিন আহম্মেদ, যুবদল নেতা শওকত আলী জুয়েল, ডিএ্যাব নেতা আহসান প্রমুখ।  

এ সময় সিডিএ, সিটি করপোরেশন, পিডিপি, পিজিসিবিসহ সরকারি ও বেসরকারি প্রকৌশলী, সরকারি ও বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৫৪১ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০২৪
এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।