ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

ঐক্য অটুট রেখে নির্বাচনের দিকে এগিয়ে যেতে হবে: আমীর খসরু

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৬ ঘণ্টা, নভেম্বর ৯, ২০২৪
ঐক্য অটুট রেখে নির্বাচনের দিকে এগিয়ে যেতে হবে: আমীর খসরু

চট্টগ্রাম: বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, তারেক রহমান যে ঐক্যের ডাক দিয়েছেন তা অটুট রেখে নির্বাচনের দিকে এগিয়ে যেতে হবে। এখনও ফ্যাসিস্টরা উঁকিঝুকি মারছে।

সুতরাং এই জাতীয় ঐক্য ভাঙ্গা যাবে না।

শনিবার (৯ নভেম্বর) বিকেলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা বিএনপির উদ্যোগে র‍্যালি পূর্বে সমাবেশ প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

আমির খসরু বলেন, শেখ হাসিনা পতনের গল্পের শেষ নেই। প্রতিদিন নতুন নতুন গল্প শুনছি। ওরা এটা করেছে, ওটা করেছে। গত ১৫ বছর আমরা রাস্তায় আন্দোলন করেছি, জীবন দিয়েছি গুপ্তহত্যার শিকার হয়েছি, জেলে গিয়েছি। আমাদের নেতাকর্মীরা ঘর ছেড়ে পালিয়ে বেড়াতে হয়েছে, চাকরি হারাতে হয়েছে, ব্যবসা হারাতে হয়েছে, পঙ্গু হতে হয়েছে। আমরা চাই শেখ হাসিনা বিদায় পরবর্তী দেশে গণতান্ত্রিক অবস্থা ফিরিয়ে আসুক।  

তিনি বলেন, এখন যে সংস্কারের কথা বলা হচ্ছে তা বিএনপি আরও ছয় বছর আগেই দিয়েছে। ৩১ দফা ওই সংস্কার প্রস্তাবে সবকিছু আছে। সরকারের প্রতি অনুরোধ, যে কয়টি সংস্কার জাতীয় ঐক্যমতের ভিত্তিতে করার সুযোগ আছে তা সংস্কার করে নির্বাচনের দিকে এগিয়ে যান।  

চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহর সভাপতিত্বে ও সদস্য সচিব নাজিমুর রহমানের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা গোলাম আকবর খোন্দকার, বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম, কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক ভিপি হারুনুর রশীদ, ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, সাবেক সহ সাংগঠনিক সম্পাদক আবুল হাশেম বক্কর প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৭৩২ ঘণ্টা, নভেম্বর ০৯, ২০২৪
এমআই/টিসি
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।