ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

মোটরসাইকেলের ধাক্কায় আহত যুবকের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৬ ঘণ্টা, নভেম্বর ২, ২০২৪
মোটরসাইকেলের ধাক্কায় আহত যুবকের মৃত্যু

চট্টগ্রাম: রাঙ্গুনিয়ায় মোটরসাইকেলের ধাক্কায় গুরুতর আহত শাহেদুল ইসলাম মানিক (২৩) নামে যুবকের নগরের এক বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে।  

শনিবার (২ নভেম্বর) ভোরে তার মৃত্যু হয় বলে জানায় স্বজনরা।

এর আগে গত বৃহস্পতিবার (৩১ অক্টোবর) বিকেলে রাঙ্গুনিয়া উপজেলার ঘাটচেক এলাকায় রাস্তা পার হওয়ার সময় দ্রুতগামী মোটরসাইকেলের ধাক্কায় গুরুতর আহত হয় মানিক।

নিহত শাহেদুল ইসলাম মানিক উপজেলার মরিয়মনগর ইউনিয়নের মাইজপাড়া গ্রামের মৃত আব্দুল সফুরের ছেলে।

 

জাহেদুল ইসলাম রতন নামে মানিকের এক স্বজন জানান, মানিক একটি গ্যারেজে কাজ করতেন। রাস্তা পার হওয়ার সময় মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হলে তাকে উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে নগরের এক বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়। শনিবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।  

বাংলাদেশ সময়: ১৬৫৩ ঘণ্টা, নভেম্বর ০২, ২০২৪
এমআর/টিসি
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।