ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

রাউজানে দুই বিএনপি কর্মী গুলিবিদ্ধ 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩১১ ঘণ্টা, অক্টোবর ১২, ২০২৪
রাউজানে দুই বিএনপি কর্মী গুলিবিদ্ধ  ফাইল ছবি।

চট্টগ্রাম: রাউজান উপজেলার নোয়াপাড়া ইউনিয়নে দুর্বৃত্তের গুলিতে ২ জন গুলিবিদ্ধ ও ১ জনকে পিটিয়ে আহত করা হয়েছে।

শনিবার (১২ অক্টোবর) সন্ধ্যায় আছদ আলী মাতব্বর বাড়ি এবং ৪ নম্বর ওয়ার্ডে এসব ঘটনা ঘটেছে।

 

গুলিবিদ্ধ ২ জন বিএনপি কর্মী। তারা হলেন, রাউজান উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য সিরাজুল ইসলামের ছেলে মাসুদ পারভেজ রনি (৩৬) ও একই এলাকার মো. ওসমানের ছেলে মো. সাগর (৩৩)।

তাদের চট্টগ্রাম নগরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এদিকে, অপর ঘটনায় নোয়াপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বাবুল মিয়ার ভাই ইউনুস প্রকাশ মনাকে পিটিয়ে আহত করা হয়।  

স্থানীয় লোকজন জানিয়েছেন, চারটি সিএনজি অটোরিকশা যোগে একদল অস্ত্রধারী সন্ত্রাসী এসে গুলি করে পালিয়ে যায়। রনির হাতে ও পায়ে তিনটি গুলি এবং সাগরের হাঁটুতে গুলি লাগে। তারা দুজনই বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত।

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহাবুবুর রহমান বাংলানিউজকে বলেন, নোয়াপাড়ায় গুলিবিদ্ধের ঘটনার সম্পর্কে শুনেছি। ঘটনাস্থলে আছি। থানায় এখনো কেউ অভিযোগ করেননি।  

বাংলাদেশ সময়: ২২০৫ ঘণ্টা, অক্টোবর ১২, ২০২৪
এমআই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।