ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

বিএফইউজে সভাপতি রুহুল আমিন গাজীর মৃত্যুতে সিএমইউজের শোক

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩২৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০২৪
বিএফইউজে সভাপতি রুহুল আমিন গাজীর মৃত্যুতে সিএমইউজের শোক বিএফইউজে সভাপতি রুহুল আমিন গাজী।

চট্টগ্রাম: বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সভাপতি ও জনপ্রিয় সাংবাদিক নেতা রুহুল আমিন গাজী ইন্তেকাল করেছেন।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) রাত ৯টায় রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয় (ইন্নালিল্লাহি..রাজিউন)।

সোমবার থেকে হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন ছিলেন তিনি।

বিএফইউজে সভাপতি রুহুল আমিন গাজীর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন চট্টগ্রাম মেট্রােপলিটন সাংবাদিক ইউনিয়নের সভাপতি মো. শাহনওয়াজ, সাধারণ সম্পাদক সালেহ নোমান এবং চট্টগ্রাম মেট্রোপলিটন সমবায় সমিতি লিমিটেডের সভপতি মুস্তফা নঈম ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাহমুদ।

 

নেতৃবৃন্দ এক শোকবার্তায় বলেন, রুহুল আমিন গাজী আপসহীন, অবিসংবাদিত একজন নেতা ছিলেন। তাঁর মতো সাহসী সাংবাদিক নেতার মৃত্যুতে সাংবাদিক সমাজের অপূরণীয় ক্ষতি হল।  

তারা মরহুম রুহুল আমিন গাজীর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানান।  

বাংলাদেশ সময়: ২১০৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০২৪
এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।