ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের ৮ জনের বিরুদ্ধে মামলা  

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৪ ঘণ্টা, আগস্ট ২০, ২০২৪
যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের ৮ জনের বিরুদ্ধে মামলা   প্রতীকী ছবি।

চট্টগ্রাম: নগরের বহদ্দারহাটে কোটা সংস্কার আন্দোলনে গুলিতে শহিদুল ইসলাম নামে এক দোকান কর্মচারী নিহতের ঘটনায় যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগের ৮ জনের নাম উল্লেখ করে মামলা করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাত পরিচয়ের ৩০ থেকে ৪০ জনকে আসামি করা হয়েছে।

 

সোমবার (১৯ আগস্ট) রাতে নগরে চান্দগাঁও থানায় নিহতের বড় ভাই শফিকুল ইসলাম বাদী হয়ে মামলাটি করেন বলে জানিয়েছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবির।  

নাম উল্লেখ করা আসামিরা হলেন, চান্দগাঁও স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি মহিউদ্দিন ফরহাদ, সিটি কলেজ ছাত্র সংসদের ভিপি মো. তাহসিন, যুবলীগ কর্মী জাফর, মোহাম্মদ ফরিদ, এইচএম মিঠু, মোহাম্মদ জালাল, মোহাম্মদ দেলোয়ার ও মোহাম্মদ ফিরোজ।

 

এজাহারে বলা হয়, নগরের কোতোয়ালী থানার জুবিলি রোড এলাকায় একটি দোকানে চাকরি করেন শহিদুল ইসলাম। ঘটনার দিন ৩ আগস্ট সন্ধ্যায় বাজার করে বাসায় ফেরার পথে আসামিদের গুলিতে নিহত হন। আসামিরা কোটা সংস্কার আন্দোলনকারীদের দমন করতে অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে রাস্তায় অবস্থান নিয়েছিল।

চান্দগাঁও থানার ওসি জাহিদুল কবির জানান, নগরের বহদ্দার বাড়ি মসজিদের সামনে গত ৩ আগস্ট গুলিতে দোকান কর্মচারী শহিদুল ইসলাম খুন হন। থানায় মামলা হওয়ার পর আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

বাংলাদেশ সময়: ১৯২৮ ঘণ্টা, আগস্ট ২০, ২০২৪
এমআই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।