ঢাকা, বুধবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

মাউশি চট্টগ্রামের নতুন পরিচালক অধ্যাপক নারায়ণ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৪ ঘণ্টা, জুলাই ৯, ২০২৪
মাউশি চট্টগ্রামের নতুন পরিচালক অধ্যাপক নারায়ণ ...

চট্টগ্রাম: মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের সচিব অধ্যাপক নারায়ণ চন্দ্র নাথকে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা (মাউশি) অধিদপ্তরে চট্টগ্রাম অঞ্চলের পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।  

শিক্ষাবোর্ড সচিব অধ্যাপক নারায়ণ চন্দ্র নাথের স্থলাভিষিক্ত করা হয়েছে চট্টগ্রাম সরকারি সিটি কলেজের গণিত বিভাগের অধ্যাপক আমিরুল মোস্তফাকে।

 

মঙ্গলবার (৯ জুলাই) শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব চৌধুরী সামিয়া ইয়াসমিনের সই করা এক প্রজ্ঞাপনে এ বদলির আদেশ দেওয়া হয়েছে।  

চিঠিতে চট্টগ্রাম শিক্ষা বোর্ড সচিব অধ্যাপক নারায়ণ চন্দ্র নাথ ১৫ জুলাইয়ের মধ্যে নতুন কর্মস্থলে যোগদান করবেন।

 এর আগে গত বছরের ১৯ অক্টোবর বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক থেকে সচিবের দায়িত্ব পান অধ্যাপক নারায়ণ চন্দ্র নাথ।

বাংলাদেশ সময়: ১৯১০ ঘণ্টা, জুলাই ০৯, ২০২৪
বিই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।