ঢাকা, মঙ্গলবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

ড. মাহমুদ হাসান আমৃত্যু মানুষের কল‍্যাণে কাজ করেছেন

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫২ ঘণ্টা, এপ্রিল ২, ২০২৩
ড. মাহমুদ হাসান আমৃত্যু মানুষের কল‍্যাণে কাজ করেছেন

চট্টগ্রাম: উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান এম এ সালাম বলেছেন, ফটিকছড়ির কৃতিসন্তান প্রয়াত ড. মাহমুদ হাসান একজন মানবিক মানুষ হিসেবে অসাম্প্রদায়িক রাজনীতিকে ধারণ করে মুক্তিযুদ্ধের চেতনায় সমৃদ্ধ দেশ গঠনে তিনি সচেষ্ট ছিলেন। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠাই ছিল তার জীবনের রাজনীতির দর্শন।

তিনি সাধারণ জীবনযাপনে অভ্যস্ত ছিলেন। মানুষের কল্যাণে কাজ করাই ছিল তার জীবনের ব্রত।
তার মানবিক কর্মের মাঝেই তিনি চিরস্মরণীয় হয়ে থাকবেন।

রোববার (২ এপ্রিল) বিকেলে বিশিষ্ট সমাজসেবক ও রাজনীতিক ড. মাহমুদ হাসানের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকীতে চট্টগ্রাম জেলা ও মহানগর সেক্টর কমান্ডারস ফোরাম আয়োজিত স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।  

সংগঠনের মহানগর সভাপতি বীর মুক্তিযোদ্ধা ডা. সরফরাজ খান চৌধুরীর সভাপতিত্বে ও জেলার সাধারণ সম্পাদক নূরে আলম সিদ্দিকীর সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি তপন চক্রবর্তী, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মোহাম্মদ নূর খান ও প্রধান আলোচক ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক বেদারুল আলম চৌধুরী বেদার। এছাড়া বক্তব‍্য দেন মোহাম্মদ সেলিম চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা বাদশা মিয়া, বীর মুক্তিযোদ্ধা লেয়াকত হোসেন, সাংবাদিক কাঞ্চন মহাজন, অ্যাডভোকেট ইফতেখার রাসেল, আবদুল মালেক খান, সাহেদ মুরাদ সাকু, অ্যাডভোকেট সাইফুন নাহার খুশী, ইঞ্জিনিয়ার পলাশ বড়ুয়া, হাজী সেলিম রহমান, অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম, মো. নাজিম উদ্দিন, মঈনুল আলম খান, ইয়াসির আরফাত, নাসির উদ্দিন রিয়াজ, শফিকুর রহমান, অ্যাডভোকেট কামরুল আজম টিপু, নুরুল হুদা চৌধুরী, কামাল উদ্দিন, মোস্তাফিজ বিপ্লব, নবী হোসেন সালাউদ্দিন, রাজীব চন্দ, ফারজানা মিলা, কোহিনুর আকতার, অ্যাডভোকেট মিলাদ আমীন, অ্যাডভোকেট আবছারুল হক, এম এইচ মানিক, মোহাম্মদ সিরাজ, হেলাল তালুকদার, আবদুল খালেক, এস এম রাফি, নুসরাত জাহান, শাহরিয়ার মাহি, আশফাক আহমেদ, নয়ন মজুমদার, ইকবাল করিম, শাহাদাত টিপু, মফিজুর রহমান বাহাদুর, অ্যাডভোকেট রুমিনা খানম রুমি, ছাত্রলীগ নেতা ইঞ্জিনিয়ার নাসির উদ্দিন, খালেদুজ্জামান খালেদ ও প্রয়াত নেতার বড়ছেলে ও জেলা পরিষদ সদস্য আকতার উদ্দিন মাহমুদ পারভেজ।  

এর আগে মরহুমের আত্মার মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল পরিচালনা করেন মাওলানা নজরুল ইসলাম আশরাফী।

বাংলাদেশ সময়: ২০৪৮ ঘণ্টা, এপ্রিল ২, ২০২৩
পিডি/টিসি    

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

চট্টগ্রাম প্রতিদিন এর সর্বশেষ