ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

সীতাকুণ্ডে ২৪ মামলার আসামি স্বেচ্ছাসেবক দল নেতা গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১২ ঘণ্টা, এপ্রিল ১, ২০২৩
সীতাকুণ্ডে ২৪ মামলার আসামি স্বেচ্ছাসেবক দল নেতা গ্রেফতার

চট্টগ্রাম: সীতাকুণ্ড পৌরসভা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মামুন রেজাকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (৩১ মার্চ ) দিবাগত রাত পৌনে ১২টার দিকে সীতকুণ্ডের মহাদেবপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

 

গ্রেফতার মামুন সীতাকুণ্ড পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের সোবহানবাগ এলাকার বাসিন্দা।

পুলিশের দাবি, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সীতাকুণ্ড অংশে ২০১৩ সালে যে আগুন-সন্ত্রাসের ঘটনা ঘটেছিল তার সঙ্গে যুক্ত ছিলেন মামুন।

 তার বিরুদ্ধে সীতাকুণ্ড থানায় বিস্ফোরক দ্রব্য আইন, অস্ত্র আইন, বিশেষ ক্ষমতা আইনসহ দণ্ডবিধির বিভিন্ন ধারার ২৪টি মামলা আছে।  

সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফায়েল আহমেদ জানান, মহাদেবপুর এলাকায় বিশৃঙ্খলা করার উদ্দেশ্যে দলবল নিয়ে অবস্থান করেছিলেন মামুন রেজা। খবর পেয়ে শুক্রবার দিবাগত রাত পৌনে ১২টার দিকে সীতাকুণ্ড থানা-পুলিশের একটি দল ওই এলাকায় পৌঁছালে পুলিশের উপস্থিতি টের পেয়ে মামুন পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। পুলিশ ধাওয়া দিয়ে মামুনকে গ্রেফতার করে। শনিবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯০৭ ঘণ্টা, এপ্রিল ০১, ২০২৩
এমআই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।