ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি ও মূল্য তালিকা না থাকায় জরিমানা 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৮ ঘণ্টা, মার্চ ২৩, ২০২৩
মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি ও মূল্য তালিকা না থাকায় জরিমানা  ...

চট্টগ্রাম: চন্দনাইশ উপজেলায় মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি ও মূল্য তালিকা না থাকায় সাত ব্যবসায়ীকে ৯ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।  

বৃহস্পতিবার (২৩ মার্চ) সকাল থেকে দুপুর পর্যন্ত দোহাজারী পৌরসভা এলাকায় বাজার মনিটরিং করা হয়।

এসময় কাঁচাবাজার ও মুদির দোকানে বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য ও ক্রয়মূল্যের ভাউচার যাচাই করা হয় এবং অনিয়মের বিষয়ে সতর্ক করা হয়।  

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জিমরান মোহাম্মদ সায়েক বাংলানিউজকে বলেন, অভিযানে সেভার ব্রেকার্সকে মেয়াদোত্তীর্ণ পণ্য রাখায় ৩ হাজার টাকা, মূল্য তালিকা প্রদর্শন না করা ও বেশি দামে পণ্য বিক্রি করার অপরাধে ৭ জন ব্যবসায়ীকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর বিভিন্ন ধারায় ৯ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।

 

এসময় উপজেলার বাজার মনিটরিং টিমের সদস্য ও উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা উপস্থিত ছিলেন। সহযোগিতায় ছিলেন দোহাজারী পুলিশ ফাঁড়ির একটি দল।  

বাংলাদেশ সময়: ১৪৪০ ঘণ্টা, মার্চ ২৩, ২০২৩ 
বিই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।