ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

সীমা অক্সিজেন কারখানার পরিচালকের রিমান্ড আবেদন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৭ ঘণ্টা, মার্চ ১৫, ২০২৩
সীমা অক্সিজেন কারখানার পরিচালকের রিমান্ড আবেদন ...

চট্টগ্রাম: সীতাকুণ্ডে বিস্ফোরণের ঘটনায় সীমা অক্সিজেন লিমিটেডের পরিচালক পারভেজ উদ্দীনকে ৭ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করা হয়েছে।  

বুধবার (১৫ মার্চ) চট্টগ্রাম  জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট বেগম নাজমুন নাহারের আদালতে রিমান্ড আবেদনের শুনানি হয়েছে।

 

মামলার তদন্ত কর্মকর্তা শিল্প পুলিশের পরিদর্শক মো. শামসুদ্দিন বাংলানিউজকে বলেন, সীতাকুণ্ডে বিস্ফোরণের মামলায় সীমা অক্সিজেন লিমিটেডের পরিচালক পারভেজ উদ্দীনকে ৭ দিনের রিমান্ডে নিতে আদালতে আবেদন করা হয়েছে। আদালত শুনানি শেষে আদেশের জন্য রেখেছেন।

এর আগে মঙ্গলবার (১৪ মার্চ) সন্ধ্যায় নগরের জিইসি মোড় থেকে তাকে গ্রেফতার করে শিল্প পুলিশ চট্টগ্রাম ইউনিট।

গত ৬ মার্চ সীতাকুণ্ড থানায় সীমা অক্সিজেন কারখানায় বিস্ফোরণের ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে ১৬ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছিল। গত ৪ মার্চ বিকালে কদমরসুলপুর এলাকায় সীমা অক্সিজেন লিমিটেড কারখানায় বিস্ফোরণের ঘটনা ঘটে। ঐদিন ৬ জন নিহত হয়৷ বিস্ফোরণের ঘটনায় ৭ জন নিহত হয়েছে। গত ৫ মার্চ বিকেলে নিহত ৬ জনের মরদেহ চট্টগ্রাম মেডিক্যাল কলেজে মর্গে  ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।  

বিস্ফোরণে নিহতরা হলেন- শামছুল আলম (৫৬), মো. ফরিদ (৩৬), রতন লকরেট (৪৫), আবদুল কাদের (৫৮), মো. সালাহ উদ্দিন (৩০), সেলিম রিচিল (৪০) ও প্রবেশ লাল শর্মা (৫৫)। আহত হন অন্তত ২৫ জন।  

বাংলাদেশ সময়: ১৪৪০ ঘণ্টা, মার্চ ১৫, ২০২৩ 
এমআই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।