ঢাকা, শনিবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

ইট তৈরিতে জমির মাটি ব্যবহার, জরিমানা লাখ টাকা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪১ ঘণ্টা, মার্চ ৬, ২০২৩
ইট তৈরিতে জমির মাটি ব্যবহার, জরিমানা লাখ টাকা

চট্টগ্রাম: বাঁশখালীতে ইট পোড়াতে কাঠ ব্যবহার ও ফসলি জমির মাটি দিয়ে ইট তৈরি করার অপরাধে 'জিবিএম' নামের এক ইটভাটাকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (৬ মার্চ) দুপুর থেকে বিকেল পর্যন্ত বাঁশখালী উপজেলার  বাহারছড়া ইউনিয়নে এ অভিযান পরিচালিত হয়।

 

বাঁশখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) খোন্দকার মাহমুদুল হাসান বাংলানিউজকে বলেন, জিবিএম নামের এক ইটভাটাকে ইট প্রস্তুত ও ভাটা নিয়ন্ত্রণ আইনে এক লাখ  টাকা জরিমানা করা হয়।  

তিনি আরও বলেন, অবৈধভাবে জলকদর খালের পাড়ে মাটি কাটার চেষ্টা করায়  ফজুলল কাদের চৌধুরীকে ২০ হাজার টাকা ও অবৈধভাবে করাতকল স্থাপন করায়  মোক্তার আহমেদকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

জনস্বার্থে প্রশাসনের এই অভিযান অব্যাহত থাকবে।

বাংলাদেশ সময়: ২০৪০ ঘণ্টা, মার্চ ৬, ২০২৩ 
বিই/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।