ঢাকা, শনিবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

ফটিকছড়িতে চা আবাদ বিষয়ক প্রশিক্ষণ শুরু

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১৫ ঘণ্টা, মার্চ ১, ২০২৩
ফটিকছড়িতে চা আবাদ বিষয়ক প্রশিক্ষণ শুরু

চট্টগ্রাম: চা উৎপাদনে আধুনিক চাষাবাদ পদ্ধতিসহ চা আবাদের বিজ্ঞানভিত্তিক নানা কৌশল বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণের মাধ্যমে চা শিল্পে দক্ষ জনশক্তি গড়ে তোলার প্রতি সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে চা বোর্ড। এসব দক্ষ জনবল চা শিল্পের টেকসই উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবে।

বুধবার (১ মার্চ) ফটিকছড়িতে ‘চা আবাদ বিষয়ক বার্ষিক প্রশিক্ষণ কোর্স-২০২৩’ এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল মো. আশরাফুল ইসলাম এসব কথা বলেন।
 
চট্টগ্রাম অঞ্চলের চা-বাগানগুলোতে কর্মরত ব্যবস্থাপক ও সহকারী ব্যবস্থাপকদের দক্ষতার উন্নয়নে বাংলাদেশ চা বোর্ডের আওতাধীন বিটিআরআই উপকেন্দ্র ফটিকছড়ি কর্তৃক দুই দিনব্যাপী (১-২ মার্চ) এ প্রশিক্ষণ কোর্সের আয়োজন করা হয়েছে।

প্রশিক্ষণ কোর্সটির প্রথম দিনে বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউটের (বিটিআরআই) বিজ্ঞানী ও বিশেষজ্ঞদের মাধ্যমে প্রশিক্ষণার্থীদের মৃত্তিকা ব্যবস্থাপনা, উন্নত চা জাত নির্বাচন কৌশল, আধুনিক চা চাষাবাদ পদ্ধতি (প্রুনিং, টিপিং, প্লাকিং, ড্রেনেজ ও খরা ব্যবস্থাপনা) পোকামাকড় ও রোগ-বালাই ব্যবস্থাপনা, চা প্রক্রিয়াজাতকরণ ইত্যাদি বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয়েছে।

কোর্সটিতে চট্টগ্রাম ভ্যালির ২১টি চা বাগানের ৩৮ জন প্রশিক্ষণার্থী চা চাষের সামগ্রিক বিষয় সম্পর্কে প্রশিক্ষণ নিচ্ছেন।

বিটিআরআইর ভারপ্রাপ্ত পরিচালক ড. মো: ইসমাইল হোসেনের সভাপতিত্বে প্রশিক্ষণ কোর্সে বাংলাদেশ চা বোর্ডের সদস্য (গবেষণা ও উন্নয়ন) মো. কামরুল আমিন, সচিব মোছা. সুমনী আক্তার এবং বাংলাদেশীয় চা সংসদ এর চট্টগ্রাম ভ্যালির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. আবুল বাশার বিশেষ অতিথি ছিলেন।

বাংলাদেশ সময়: ২২১০ ঘণ্টা, মার্চ ১, ২০২৩ 
এআর/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।