ঢাকা, শনিবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

কর্ণফুলী নদীতে অভিযান, জব্দ ২০ মণ জাটকা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৬ ঘণ্টা, মার্চ ১, ২০২৩
কর্ণফুলী নদীতে অভিযান, জব্দ ২০ মণ জাটকা ...

চট্টগ্রাম: কর্ণফুলী নদীতে অভিযান চালিয়ে ২০ মণ জাটকা জব্দ করেছে চট্টগ্রাম জেলা প্রশাসন। এ সময় ১৭ জেলেকেও থেকে ৮৫ হাজার টাকা জরিমানা করা হয়।

এক জেলে অপ্রাপ্তবয়স্ক হওয়ায় তাকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।

বুধবার (১ মার্চ) দুপুরে পতেঙ্গার ১৫ নম্বার ঘাট সংলগ্ন নৌবাহিনী বেজ এলাকায় তাদের আটক করা হয়।

অভিযানে নদী থেকে 'এফভি শারমিন' নামক একটি মাছ ধরার বোট আটক করা হয়।

চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক দত্ত বাংলানিউজকে, গোপন সংবাদের ভিত্তিতে পতেঙ্গা নৌবাহিনীর বেজ সংলগ্ন কর্ণফুলী নদীতে অভিযান চালানো হয়। পরে অভিযানে একটি মাছ ধরার ট্রলার থেকে ২০ মণ জাটকা জব্দ করা হয়। জব্দকৃত ২০ মন মাছ স্থানীয় ৬টি মাদ্রাসা, এতিমখানা এবং সমাজসেবা অধিদপ্তরের নিয়ন্ত্রণাধীন ৯টি এতিমখানা এবং শিশু নিবাসের মধ্যে বিলি করা হয়।

তিনি আরও বলেন, জাটকা শিকারে জড়িত থাকার দায়ে ১৮ জন জেলেকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

বাংলাদেশ সময়: ১৭২৫ ঘণ্টা, মার্চ ১, ২০২৩ 
বিই/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।