ঢাকা, শনিবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

বাসে মিললো ২০ লাখ টাকার জাল নোট, ২ জন গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৫ ঘণ্টা, মার্চ ১, ২০২৩
বাসে মিললো ২০ লাখ টাকার জাল নোট, ২ জন গ্রেফতার ...

চট্টগ্রাম: চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে চট্টগ্রামগামী যাত্রীবাহী হানিফ বাস থেকে ২০ লাখ টাকার জাল নোটসহ ২ জনকে গ্রেফতার করা হয়েছে।  

বুধবার (১ মার্চ) সকাল সাড়ে দশটার দিকে লোহাগাড়ার চুনতি রেঞ্জ বন কর্মকর্তার কার্যালয়ের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়।

 

গ্রেফতারকৃতরা হলেন- ভোলা জেলার দৌলতখান থানার চরপাড়া হাওলাদার বাড়ির মো.বেলায়েতের ছেলে মো.রুবেল (৩২) ও সাতকানিয়ার কাঞ্চনা জোট পুকরিয়ার আবুল কাশেমের বাড়ির মৃত আবুল কাশেমের ছেলে ওমর আলী (৫০)।  

লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান বাংলানিউজকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সকাল সাড়ে দশটায় চুনতি রেঞ্জ বন কর্মকর্তার কার্যালয়ের সামনে চট্টগ্রামগামী যাত্রীবাহী হানিফ বাসে তল্লাশি চালানো হয়।

এ সময় মো.রুবেল ও ওমর আলী নামে দুইজনকে গ্রেফতার করা হয়। তাদের হেফাজত থেকে ১ হাজার টাকার নোট ১ লাখ টাকা করে ২০টি বান্ডেলে মোট ২০ লাখ জাল টাকা উদ্ধার করা হয়।  

তিনি আরও বলেন, পবিত্র রমজানকে সামনে রেখে প্রতারক চক্রটি সবজির বাজারের ব্যাগে ভর্তি করে সবজির নিচে জাল নোটগুলো লুকিয়ে কক্সবাজার থেকে চট্টগ্রাম শহরে বিনিময় করার জন্য নিয়ে যাচ্ছিল। গ্রেফতারকৃতরা জানিয়েছে, কক্সবাজারে অবস্থানকারী তাদের একজন সহযোগী জাল নোটগুলো বিনিময়ের জন্য সরবরাহ করেছিল। জাল নোট পাচার ও বিনিময় করার জন্য হেফাজতে রাখার অপরাধে গ্রেফতারকৃত ও তাদের পলাতক সহযোগীদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৪১৪ ঘণ্টা, মার্চ ০১, ২০২৩
এমআই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।