ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

চমেবির গবেষণা অনুদান পেলেন ৪৪ চিকিৎসক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০২৩
চমেবির গবেষণা অনুদান পেলেন ৪৪ চিকিৎসক

চট্টগ্রাম: চট্টগ্রাম মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (চমেবি) অধিভুক্ত মেডিক্যাল কলেজ ও নার্সিং ইন্সস্টিটিউটের চিকিৎসকদের ৪৬ লাখ গবেষণা অনুদান দেওয়া হয়েছে।
 
সোমবার (২০ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয় অডিটোরিয়ামে এক অনুষ্ঠানের মাধ্যমে ৪৪ চিকিৎককের হাতে এ অনুদানের অর্থ তুলে দেন চমেবি উপাচার্য অধ্যাপক ড. ইসমাইল খান।

এসময় চমেবি উপাচার্য বলেন, ২০১৮ সাল থেকে এই পর্যন্ত চার দফায় বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন থেকে প্রাপ্ত গবেষণা অনুদান ১৬৯ জন চিকিৎসককে দেওয়া হয়েছে। যার পরিমাণ ১ কোটি ৪৪ লাখ ৫০০ টাকা।

এর আগে যারা তিন দফায় গবেষণা অনুদান পেয়েছেন তাদের গবেষণা সম্পর্কিত প্রবন্ধ ইতোমধ্যে চমেবি জার্নালে প্রকাশিত হয়েছে। এবার যারা অনুদান পেলেন তারা চিকিৎসশাস্ত্রের বিভিন্ন বিষয় নিয়ে গবেষণা করবেন।

উপাচার্য আরও বলেন, দেশে মেডিক্যাল বিশ্ববিদ্যালয় স্থাপনের ধারণা সর্বপ্রথম আলোচনায় আনেন জাতির পিতা শেখ মুজিবুর রহমান। তার সুযোগ্য কন্যা বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা চিকিৎসা খাতের উন্নয়নের নিরলস কাজ করে যাচ্ছেন। মূলত, তার আন্তরিকতায় দেশে একাধিক মেডিক্যাল বিশ্ববিদ্যালয় স্থাপিত হয়েছে। এর ধারাবাহিকতায় বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সহয়তায় এসব অনুদান দেয়া হচ্ছে।

অনুদানের অর্থ বিতরণ উপলক্ষে গবেষণা পদ্ধতি নিয়ে এক সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে প্রবন্ধ উপস্থাপন করেন চট্টগ্রাম মেডিক্যাল কলেজের অধ্যাপক ডা এম এ সাত্তার। তিনি তার প্রবন্ধে কিভাবে নিখুঁতভাবে গবেষণা কাজ করতে হয়, কিভাবে তথ্য সংগ্রহ করতে হয়, কিভাবে উপাত্ত বিশ্লেষণ করতে হয় সে সম্পর্কে ধারণা দেন।  

চমেবি উপাচার্যের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে অ্যাকাডেমিক কাউন্সিলের সদস্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের শিশু হেমাটোলজি ও অনকোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. চৌধুরী ইয়াকুব জামাল, অ্যাকাডেমিক কাউন্সিলের সদস্য প্রদীপ কুমার দত্ত এবং গবেষণা ব্যবস্থাপনা কমিটির সদস্য অধ্যাপক ডা. অনিরুদ্ধ ঘোষ, ফেডারেল সাংবাদিক ইউনিয়নের নির্বাহী সদস্য আজহার মাহমুদ বক্তব্য রাখেন।

এ সময় অন্যান্যদের মধ্যে চট্টগ্রাম মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের মেডিসিন অনুষদের ডিন অধ্যাপক ডা. সাহেনা আক্তার, বেসিক সাইন্স ও প্যারা ক্লিনিক্যাল অনুষদের ডিন অধ্যাপক ডা. মো. হাফিজুল ইসলাম, নার্সিং অনুষদের ডিন অধ্যাপক ডা. মোহাম্মদ মনোয়ার উল হক, ডেন্টাল অনুষদের ডিন অধ্যাপক ডা. আকরাম পারভেজ চৌধুরী, অধিভুক্ত সকল মেডিক্যাল কলেজ, ডেন্টাল কলেজ ও নার্সিং কলেজের অধ্যক্ষরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২০০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০২৩
এমআর/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।