ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

সাকিবকে কাছে পেয়ে পাগল ভক্তের কাণ্ড

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৪ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০২৩
সাকিবকে কাছে পেয়ে পাগল ভক্তের কাণ্ড

চট্টগ্রাম: খেলার মাঠে ঢুকে খেলোয়াড়দের জড়িয়ে ধরার ঘটনা নতুন নয়। সর্বশেষ ভারতের বিপক্ষে শেষ টেস্টেও এক ভক্ত জড়িয়ে ধরে ছিলেন দেশ সেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে।

এবার একটি ক্রীড়াসামগ্রী প্রস্তুতকারী প্রতিষ্ঠানের আউটলেট উদ্বোধন অনুষ্ঠানেও ঘটলো এমন ঘটনা।

বৃহস্পতিবার (১২ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে চট্টগ্রামের লালখান বাজার এলাকায় একটি শপিং মলে ওই ব্রান্ডের আউটলেটের উদ্বোধন অনুষ্ঠানে সাকিবকে কাছে পেয়ে জড়িয়ে ধরেন এক ভক্ত।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায়, শপিং মলের সামনে অস্থায়ী মঞ্চে উপস্থিত হন সাকিব। মঞ্চে উঠার ১০ মিনিটের মাথায় এক পাগল ভক্ত হঠাৎ মঞ্চে উঠে সাকিবকে জড়িয়ে ধরেন। এসময় সাকিবের নিরপত্তার দায়িত্বে থাকা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাকে সরিয়ে নিয়ে যান।

ঘটনাস্থলে উপস্থিত একাধিক প্রত্যক্ষদর্শীও একই ধরনের ঘটনার বর্ণনা দেন।  

সাকিবের অনুষ্ঠানে দায়িত্ব পালন করা খুলশী থানার উপপরিদর্শক (এসআই) নুরুল হক বাংলানিউজকে বলেন, ভক্তরা সাকিবের সঙ্গে ছবি তোলার জন্য চেষ্টা করছিল। প্রচণ্ড ভীড়ের মধ্যে একজন হঠাৎ মঞ্চে উঠে সাকিবকে জড়িয়ে ধরেস। পরে তাকে তৎক্ষণাৎ সরিয়ে নেওয়া হয়।

এসময় সাকিবের ওপর কোনও হামলার ঘটনা ঘটেনি বলে জানান তিনি।

এর আগে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ভারতের বিপক্ষে  সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে এই ঘটনা ঘটেছে। ম্যাচের দ্বিতীয় দিনে ভারতের প্রথম ইনিংসের ৬৮তম ওভারে গ্যালারির কাঁটাতারের প্রাচীর টপকে মাঠে ঢুকে পড়েন এক ভক্ত।  এছাড়া পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টি চলাকালীন মাঠে ঢুকে মুস্তাফিজুর রহমানের পায়ে চুমু খান আরেক ভক্ত।

বাংলাদেশ সময়: ২১০৫ ঘণ্টা,  জানুয়ারি ১২,  ২০২৩
এমআর/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।