ঢাকা, শুক্রবার, ৯ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

ক্রিকেট

৬ সপ্তাহের জন্য ছিটকে গেলেন পাকিস্তানের শাদাব খান

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০৭ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০২০
৬ সপ্তাহের জন্য ছিটকে গেলেন পাকিস্তানের শাদাব খান শাদাব খান

নিউজিল্যান্ডের পর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজেও খেলতে পারবেন না লেগস্পিন অলরাউন্ডার শাদাব খান। ২২ বছর বয়সী তারকাকে ৬ সপ্তাহের জন্য মাঠের বাইরে বিশ্রাম নিতে উপদেশ দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ডের মেডিক্যাল কর্মকর্তারা।

 

শনিবার (২৬ ডিসেম্বর) বোর্ড এই ঘোষণা দেয়।  

এমআরআই করার পর জানা গেছে, বাম পায়ের উরুতে বড় ধরনের চোট পেয়েছেন শাদাব। গত সপ্তাহে কিউইদের বিপক্ষে নেপিয়ারে টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে ৪ উইকেটে জিতে হোয়াইটওয়াশ এড়ায় পাকিস্তান। সেই ম্যাচে এই চোট পান শাদাব।  

শনিবার থেকে নিউজিল্যান্ডের বিপক্ষে দুই টেস্ট সিরিজের প্রথম ম্যাচ শুরু করেছে পাকিস্তান। তবে বোর্ড আগে থেকে জানিয়ে দিয়েছিল, এই টেস্টে চোটের কারণে বাবর আজম, ইমাম-উল-হক ও শাদাব খানের না থাকার কথা।  

৩ টি-টোয়েন্টি ও ২ টেস্ট সিরিজ খেলতে নিউজিল্যান্ড সফরে আছে পাকিস্তান। এরপর ২৬ জানুয়ারি থেকে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলবে মিসবাহ-উল-হকের দল।  

বাংলাদেশ সময়: ১০০৭ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০২০
ইউবি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।