ঢাকা, বুধবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

পাকিস্তান ক্রিকেট দলের ৮ জন করোনায় আক্রান্ত

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪০ ঘণ্টা, ডিসেম্বর ২, ২০২০
পাকিস্তান ক্রিকেট দলের ৮ জন করোনায় আক্রান্ত পাকিস্তান ক্রিকেট দল

নিউজিল্যান্ড সফরে থাকা পাকিস্তান জাতীয় ক্রিকেট দলের ৮ জন সদস্যের কোভিড-১৯ পজিটিভ রিপোর্ট এসেছে। এর আগে তাদের ৬ জন সদস্য করোনায় আক্রান্ত হয়েছিলেন।

 

বুধবার (০২ ডিসেম্বর) নতুন করে আরও ২ জনের পজিটিভ হওয়ার খবরটি কোভিড-১৯ এর ওপর প্রকাশিত দৈনিক বুলেটিনে নিশ্চিত করেছে নিউজিল্যান্ডের স্বাস্থ্য মন্ত্রণালয়।  

তিনটি টি-টোয়েন্টি ও দু’টি টেস্ট সিরিজ খেলতে খেলোয়াড়, কোচ ও কর্মকর্তাসহ ৫৪ জনের বিশাল বহর নিয়ে নিউজিল্যান্ড সফরে আছে পাকিস্তান। কিন্তু গত সপ্তাহে দেশটিতে পৌঁছার প্রথমদিনে পরীক্ষায় ৬ জনের করোনা ধরা পড়ে। পরে তাদের সঙ্গে যোগ হয় আরেকজন। ১৪ দিনের আইসোলেশনে থাকা পাকিস্তান দলকে তিন ও চতুর্থদিনে আবারও করোনা পরীক্ষা করা হয়।  

প্রথমদিন থেকে ক্রাইস্টচার্চ হোটেলে থাকা পাকিস্তানের খেলোয়াড়দের ওপর আইসোলেশন প্রটৌকল ভঙ্গের অভিযোগ রয়েছে। অবশ্য তাতেও তৃতীয়দিনে অনুশীলনের সুযোগ পেয়েছিল করোনা নেগেটিভ খেলোয়াড়রা।  

বাংলাদেশ সময়: ১১৪০ ঘণ্টা, ডিসেম্বর ০২, ২০২০
ইউবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।