ঢাকা, বুধবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

ফেরাটা রাঙাতে পারলেন না আশরাফুল

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪০ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০২০
ফেরাটা রাঙাতে পারলেন না আশরাফুল মোহাম্মদ আশরাফুল। ছবি: শোয়েব মিথুন

বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ দিয়ে দীর্ঘদিন পর মাঠে ফিরেছেন মোহাম্মদ আশরাফুল। মিনিস্টার গ্রুপ রাজশাহীর হয়ে ব্যাটিংয়ে নেমে এই অভিজ্ঞ ডানহাতি ব্যাটসম্যানের ফেরাটা অবশ্য ভালো হয়নি।

বেক্সিমকো ঢাকার বিপক্ষে ব্যাট হাতে করেছেন ৯ বলে ৫ রান।

মঙ্গলবার (২৪ নভেম্বর) মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নামে রাজশাহী। দল যখন ৪৮ রানে ২ উইকেট হারানোর পর ক্রিজে নামেন আশরাফুল। ৯ বলে ৫ রান করার পর পয়েন্টে দাঁড়িয়ে থাকা নাঈম শেখের দুর্দান্ত এক ক্যাচে প্যাভিলিয়নে ফেরেন তিনি।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত মিনিস্টার গ্রুপ রাজশাহীর সংগ্রহ ১৪ ওভারে ৫ উইকেট হারিয়ে ১০৬ রান।

বাংলাদেশ সময়: ১৪৩৯ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০২০
আরএআর/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।