ঢাকা, বুধবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

অজিদের বিপক্ষে প্রথম দুই টেস্টে নেই রোহিত-ইশান্ত

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৭ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০২০
অজিদের বিপক্ষে প্রথম দুই টেস্টে নেই রোহিত-ইশান্ত রোহিত শর্মা ও ইশান্ত শর্মা

অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন চার টেস্ট সিরিজের প্রথম দুই ম্যাচ থেকে ছিটকে গেছেন ইশান্ত শর্মা এবং রোহিত শর্মা। আশা করা হচ্ছে, শেষ দুই টেস্টে এই দুই তারকাকে পাবে ভারত।

 

শুরুতে রোহিত তিন স্কোয়াড থেকেই নাম প্রত্যাহার করে নিয়েছিলেন। তবে পরে শেষ দুই টেস্ট খেলতে রাজি হন।  

সর্বশেষ আইপিএলে চোটে পড়েন এই দুই তারকা। এরপর ব্যাঙ্গালুরুর জাতীয় ক্রিকেট একাডেমিতে পুনর্বাসনে ছিলেন। তবে তাদের চোটের আশানুরূপ উন্নতি হয়নি।  

অস্ট্রেলিয়া-ভারতের চার ম্যাচের টেস্ট সিরিজ শুরু হবে ১৭ ডিসেম্বর, অ্যাডিলেডে। এছাড়া দু’দল তিনটি ওয়ানডে এবং তিনটি টি-টোয়েন্টি সিরিজ খেলবে। অন্যদিকে বোলিং ফিটনেস ফিরে পেলেও টেস্ট চাপের প্রস্তুতি নিতে আর চার সপ্তাহ লাগবে।  

বাংলাদেশ সময়: ১৪২৭ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০২০
ইউবি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।