ঢাকা, বৃহস্পতিবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

বঙ্গবন্ধু টি-টোয়োন্টি কাপের ড্রাফটে ১৫৭ জন ক্রিকেটার

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৪ ঘণ্টা, নভেম্বর ১১, ২০২০
বঙ্গবন্ধু টি-টোয়োন্টি কাপের ড্রাফটে ১৫৭ জন ক্রিকেটার

চলতি মাসে শুরু হওয়ার কথা আছে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ। বাংলাদেশ ক্রিকেটে বোর্ডের (বিসিবি) তত্ত্বাবধানে এই টুর্নামেন্ট আয়োজনের প্রস্তুতি অনেক আগেই শুরু হয়েছে।

চূড়ান্ত হয়েছে টিম স্পন্সর ও অংশগ্রহণকারী পাঁচটি দলের নাম। এবার বিসিবি প্রকাশ করেছে টুর্নামেন্টের প্লেয়ার্স ড্রাফটের জন্য ক্রিকেটারদের তালিকা।

মঙ্গলবার (১১ নভেম্বর) রাতে বিসিবি এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে ক্রিকেটারদের তালিকা প্রকাশ করেছে। মোট ১৫৭ ক্রিকেটার এই তালিকায় রয়েছেন। এ, বি, সি, ডি এই চারটি গ্রেডে ভাগ করা হয়েছে ক্রিকেটারদের।

'এ' গ্রেডের ক্রিকেটারদের পারিশ্রমিক ধরা হয়েছে ১৫ লাখ টাকা, 'বি; গ্রেডে ১০ লাখ টাকা, 'সি' গ্রেডের ৬ লাখ টাকা এবং 'ডি' গ্রেডের পারিশ্রমিক ধরা হয়েছে ৪ লাখ টাকা। একটি দল সর্বোচ্চ ১৬ জন ক্রিকেটার দলে নিতে পারবে।

সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া 'এ' গ্রেডে রয়েছেন তামিম ইকবাল, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম এবং মোস্তাফিজুর রহমান। এই ৫জন ক্রিকেটার রয়েছেন 'এ' গ্রেডে।

এই তালিকায় ইনজুরিতে পড়া মাশরাফি বিন মর্তুজার নাম নেই। তবে সুস্থ হলে তার খেলতে কোনো বাধা নেই। ড্রাফটে 'এ' গ্রেডে ৫ জন, বি গ্রেডে ২১ জন, সি গ্রেডে ২৩ জন ও ডি গ্রেডে ১০৮ জন ক্রিকেটার রয়েছেন।

ড্রাফটের অন্যান্য ক্রিকেটারদের তালিকা

বি গ্রেডের ক্রিকেটার: লিটন দাস, ইমরুল কায়েস, মিঠুন, সৌম্য সরকার, মেহেদী মিরাজ, সাইফউদ্দিন, শফিউল ইসলাম, আবু জায়েদ রাহী, আল আমিন হোসেন, নাজমুল হোসেন শান্ত, রুবেল হোসেন, নুরুল হাসান সোহান, তাসকিন আহমেদ, শেখ মেহেদী, আফিফ হোসেন, নাঈম শেখ, মোসাদ্দেক, ইরফান শুক্কুর, মুমিনুল, তাইজুল, নাঈম হাসান।

সি গ্রেডের ক্রিকেটার: হাসান মাহমুদ, সাব্বির রহমান, আবু হায়দার রনি, এনামুল হক বিজয়, জহুরুল , ফরহাদ রেজা, ফজলে রাব্বি, ইয়াসীর আলী, রনি তালুকদার, সুমন খান, সানজামুল, কামরুল রাব্বি, আমিনুল বিপ্লব, শামসুর রহমান, শহিদুল ইসলাম,  খালেদ আহমেদ, এবাদত হোসেন, সাইফ হাসান, জাকির আলী, মেহেদী রানা. আরাফাত সানি, রিশাদ, নাসুম।

ডি গ্রেডের ক্রিকেটার: তানজিদ তামিম, পারভেজ ইমন, শাহাদত দিপু, আকবর আলী, শামীম, তানভীর, হাসান মুরাদ, আল আমিন, আফ্রিদি, মাহিদুল অঙ্কন, মৃত্যুঞ্জয়, মাহমুদুল জয়, নোমান সাগর, রাকিবুল হাসান,  শাহিন আলম, তৌহিদ হৃদয়, শফিকুল ইসলাম, শরীফুল ইসলাম,  আরিফুল হক, রুবেল মিয়া ,শাহরিয়ার নাফিস ,জুনায়েদ সিদ্দিকী ,শুভাগত হোম, সোহরাওয়ার্দী শুভ, সালাউদ্দিন শাকিল, সাজ্জাদুল হক,মোহর শেখ, সাখাওয়াত হোসেন, ইফতেখার সাজ্জাদ রনি, নাজমুল ইসলাম অপু, সাদমান ইসলাম, সনিজত সাহা,  মনির হোসেন, নূর হোসেন, সাজেদুল ইসলাম ,এনামুল জুনিয়র, অভিষেক মিত্র, নাদিফ চৌধুরী, আবদুল মজিদ ,জিয়াউর রহমান, মুক্তার আলী, জাকির হাসান ,মোহাম্মদ আশরাফুল, দেলোয়ার হোসেন, তানভীর হায়দার, মেহেদি মারুফ ,রবিউল হক, মিজানুর রহমান, আব্দুল হালিম, নাঈম ইসলাম, নাইম ইসলাম জুনিয়র, সালমান হোসেন ,হোসেন আলী ,জুবায়ের হোসেন লিখন ,ফেরদৌস জাবেদ, পিনাক ঘোষ ,আসিফ হাসান,ফারদিন হোসাইন, রবিউল ইসলাম ,আব্দুর রাজ্জাক, আবিদ হোসেন, নিহাদুজ্জামান ,হাবিবুর রহমান ,মোঃ হাসানুজ্জামান, আবু সায়েম ,সালমান হোসেন ,তাইবুর রহমান ,মাহমুদুল হাসান লিমন, মোহাম্মদ জসিম উদ্দিন, ইমরান আলী ,মোহাম্মদ শরীফ উল্লাহ, মশিউর রহমান, রাকিন আহমেদ, ইরফান হোসেন,জয়রাজ শেখ,  শফিউল হায়াত, মেহরাব হোসেন ,আলী আহমেদ ,মানিক ,রায়হান উদ্দিন, সাহবাজ, আজমীর আহমেদ, হাওলাদার, শাহনুর রহমান, আলিস আল ইসলাম, শাকিল হোসেন, মাসুম খান, টিপু সুলতান ,মোহাম্মদ রাকিব ,মাসুম খান, মোঃ রুয়েল মিয়া, মোহাম্মদ সৈকত আলী ,আলাউদ্দিন বাবু, নাহিদুল ইসলাম , সাদিকুর রহমান, মোঃ নুরুজ্জামান ,আহমেদ, ইমরান, আরাফাত সানী, তুহিদুল ইসলাম ,আনিসুল, মেহেদী হাসান, রনি চৌধুরি, রবিন দাস, ইয়াসির আরাফাত মিশু ,সাদিকুর রহমান।

বাংলাদেশ সময়: ২০৪২ ঘণ্টা, নভেম্বর ১১, ২০২০
আরএআর/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।