ঢাকা, শুক্রবার, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ ডিসেম্বর ২০২৪, ১০ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

পিছিয়ে গেল প্রেসিডেন্টস কাপের ফাইনাল

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫০ ঘণ্টা, অক্টোবর ২২, ২০২০
পিছিয়ে গেল প্রেসিডেন্টস কাপের ফাইনাল ফাইনালের প্রস্তুতি নিচ্ছেন মাহমুদউল্লাহরা/ছবি: শোয়েব মিথুন

আবহাওয়ার পূর্বাভাস বলছে, আগামী শনিবার পর্যন্ত বৃষ্টি থাকতে পারে। এজন্য পিছিয়ে দেওয়া হয়েছে প্রেসিডেন্টস কাপের ফাইনাল ম্যাচ।

শুক্রবার থেকে পিছিয়ে ম্যাচটি নিয়ে যাওয়া হয়েছে রোববার।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমনটাই জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বৃষ্টির কারণে এর আগে প্রেসিডেন্টস কাপের কয়েকটি ম্যাচ বিঘ্নিত হলেও পরিত্যক্ত হয়নি। তবে বৃহস্পতিবার সকাল থেকেই রাজধানীতে থেমে থেমে চলছে বৃষ্টি। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, এই বৃষ্টি শনিবার পর্যন্ত থাকতে পারে। ফলে ফাইনাল ম্যাচ আয়োজন পিছিয়ে দিয়েছে বিসিবি।

নতুন সূচি অনুযায়ী, তিন দলের প্রেসিডেন্টস কাপের ফাইনালে আগামী রোববার দুপুর দেড়টায় মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে মাহমুদউল্লাহ একাদশের মুখোমুখি হবে শান্ত একাদশ। বুধবার প্রাথমিক পর্বের শেষ ম্যাচে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে গেছে তামিম একাদশ।  

বাংলাদেশ সময়: ১৭৫০ ঘণ্টা, অক্টোবর ২২, ২০২০
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।