ঢাকা, বৃহস্পতিবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

আত্মীয়ের মৃত্যুর সংবাদে ইংল্যান্ড দল থেকে সরে গেলেন লরেন্স

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৩ ঘণ্টা, আগস্ট ১১, ২০২০
আত্মীয়ের মৃত্যুর সংবাদে ইংল্যান্ড দল থেকে সরে গেলেন লরেন্স

আত্মীয়ের মৃত্যুর সংবাদে ইংল্যান্ডের টেস্ট দলের ‘জীবাণুমুক্ত’পরিবেশ থেকে সরে গেলেন ড্যান লরেন্স। ফলে পাকিস্তানের বিপক্ষে চলমান টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচের স্কোয়াডে তার থাকা হচ্ছে না।

যদিও এখন পর্যন্ত জাতীয় দলের হয়ে কোনো ম্যাচ না খেলা ২৩ বছর বয়সী এই ব্যাটসম্যানকে ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তানের বিপক্ষে রিজার্ভ ক্রিকেটার হিসেবে দলে রাখা হয়েছে।

আগামী ১৩ আগস্ট অ্যাজেস বোলে সিরিজের দ্বিতীয় টেস্টে মুখোমুখি হবে দু’দল। যেখানে তিন ম্যাচ সিরিজের প্রথমটি জিতে ১-০তে এগিয়ে রয়েছে স্বাগতিক ইংলিশরা।

এর আগে পারিবারিক কারণ দেখিয়ে সিরিজে বাকি ম্যাচগুলো থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন অলরাউন্ডার বেন স্টোকস।

করোনা ভাইরাসের কারণে ইংল্যান্ড এই গ্রীষ্মে দর্শকশূন্য স্টেডিয়ামে ম্যাচ খেলছে। যেখানে খেলার পুরো পরিবেশকে জৈব-সুরক্ষার অধীনে আনা হয়েছে। যদি কোনো ক্রিকেটার এই পরিবেশ ছেড়ে বের হয়, তবে তাকে সেলফ আইসোলেশনে থেকে দুবার করোনা পরীক্ষা করে নেগেটিভ হয়ে তবেই ফিরতে পারবে।

বাংলাদেশ সময়: ১৮০২ ঘণ্টা, আগস্ট ১১, ২০২০
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।