ঢাকা, বুধবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

স্টোকস-সিবলির ব্যাটে প্রথম দিনে ইংল্যান্ডের রাজত্ব

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮১৭ ঘণ্টা, জুলাই ১৭, ২০২০
স্টোকস-সিবলির ব্যাটে প্রথম দিনে ইংল্যান্ডের রাজত্ব

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম দিনটা বেশ ভালোভাবেই পার করেছে স্বাগতিক ইংল্যান্ড। ডম সিবলি ও বেন স্টোকসের ব্যাটিং দৃঢ়তায় বড় সংগ্রহের দিকে ইংলিশরা। দিন শেষে ইংল্যান্ডের সংগ্রহ ৩ উইকেটে ২০৭ রান।
 

ম্যানচেস্টারের ওল্ড ট্রাফোর্ডে বৃষ্টির কারণে খেলা শুরু হতে দেরি হয়। টস হেরে ব্যাট করতে নেমে শুরুতেই চাপে পড়ে যায় স্বাগতিকরা।

২৯ রানে ২ উইকেট হারায় ইংলিশরা। তৃতীয় উইকেট সিবলি ও অধিনায়ক জো রুট। দলীয় ৮১ রানে রুট ২৩ রান করে আউট হন।
 
চতুর্থ উইকেটে জুটিতে শক্ত প্রতিরোধ গড়েন সিবলি ও স্টোকস। ক্যারিবীয় বোলারদের বিপক্ষে বেশ আস্থার সঙ্গেই ব্যাট করতে থাকেন তারা। দু’জনেই তুলে নেন অর্ধশতক। এ দুই ব্যাটসম্যান দিনের বাকিটা সময় পার করে দেন।  
 
তবে শতকের দিকে এগিয়ে যাচ্ছেন সিবলি। দিন শেষে সিবলি ৮৬ ও স্টোকস ৫৯ রানে অপরাজিত আছেন। চতুর্থ উইকেটে ১২৬ রানের জুটি গড়ে অবিচ্ছিন্ন আছেন তারা। ক্যারিবীয় স্পিনার রোস্টন চেজ দু’টি ও পেসার আলজাররি জোসেপ একটি উইকেট নেন।
 
বাংলাদেশ সময়: ০৮১৩ ঘণ্টা, জুলাই ১৭, ২০২০
আরএআর/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।