ঢাকা, বুধবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

করোনার নিয়ম ভাঙায় দ্বিতীয় টেস্টে বাদ পড়লেন আর্চার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৬ ঘণ্টা, জুলাই ১৬, ২০২০
করোনার নিয়ম ভাঙায় দ্বিতীয় টেস্টে বাদ পড়লেন আর্চার

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঘরের মাঠে সিরিজের দ্বিতীয় টেস্ট শুরুর কয়েক ঘণ্টা আগে ইংল্যান্ড দল থেকে বাদ পড়লেন জোফরা আর্চার। বিভিন্ন সংবাদমাধ্যম থেকে জানা যায়, করোনা ভাইরাসের জৈব সুরক্ষা নিয়ম ভাঙায় বাদ পড়েছেন তিনি।

তারকা এ অলরাউন্ডারকে এখন পাঁচ দিনের আইসোলেশনে থাকতে হবে। একই সময় তিনি দুবার কোভিড-১৯ পরীক্ষা করাবেন।

তিনি যদি দুবারই পরীক্ষায় নেগেটিভ হন, তবে আইসোলেশন সময় উঠে যাবে।

এ প্রসঙ্গে আর্চার বলেন, ‘আমি যা করেছি তার জন্য দুঃখ প্রকাশ করছি। আমি শুধু নিজেকে নয়, পুরো দল ও ম্যানেজমেন্টকে বিপদে ফেলেছি। আমার ভুল আমি স্বীকার করে নিচ্ছি এবং আমি সবার কাছে ক্ষমাপ্রার্থী। ’

এর আগে সাউদাম্পটনে সিরিজের প্রথম টেস্টের প্রথম ইনিংসে কোনো উইকেট পাননি আর্চার। তবে ওয়েস্ট ইন্ডিজের জয় পাওয়া সেই টেস্টে দ্বিতীয় ইনিংসে ৩ উইকেট নিয়ে ঘুরে দাঁড়িয়েছিলেন তিনি। তবে দ্বিতীয় টেস্টে জেমস অ্যান্ডারসন ও মার্ক উডকে বিশ্রাম দেওয়ায় আর্চার ইংলিশ শিবিরে অন্যতম ভরসার নাম ছিলেন। কিন্তু নিয়ম ভাঙায় তাকে এখন সিরিজের তৃতীয় টেস্টর দিকে তাকিয়ে থাকতে হবে।  

বাংলাদেশ সময়: ১৩২৫ ঘণ্টা, জুলাই ১৬, ২০২০
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।