ঢাকা, বুধবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

বিয়ে করলেন ক্রিকেটার নাজমুল হোসেন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১০ ঘণ্টা, জুলাই ১৪, ২০২০
বিয়ে করলেন ক্রিকেটার নাজমুল হোসেন বিয়ে করলেন ক্রিকেটার নাজমুল হোসেন শান্ত

রাজশাহী: দুদিন আগেই দ্বিতীয় বিয়ে করেছেন জাতীয় দলের ক্রিকেটার মোসাদ্দেক হোসেন সৈকত। এবার টাইগার আরেক ক্রিকেটারের বিয়ের খবর পাওয়া গেল। পবিত্র এই বন্ধনে আবদ্ধ হলেন নাজমুল হোসেন শান্ত। তার স্ত্রীর নাম সাবরিন সুলতানা রত্না।

শান্ত অবশ্য গত ১১ জুন বিয়ে করেছেন। সম্পূর্ণ ঘরোয়া পরিবেশে তার বিয়ে হয়।

মেয়ের বাড়ি রাজশাহী জেলার পবা উপজেলার হরিয়ানের মৃধা পারা গ্রাম। শান্তর বাড়ি পাশের গ্রাম রনহাটে।

এ প্রসঙ্গে বাঁহাতি এই ব্যাটসম্যান বাংলানিউজকে বলেন, ‘আমার স্ত্রীর নাম সাবরিন সুলতানা রত্না। গত ১১ তারিখে বিকেলে বিয়ে হয়। সে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পরিসংখ্যান বিভাগের তৃতীয় বর্ষের ছাত্রী। আমাদের ঘরোয়া পরিবেশে বিয়ে হয়েছে। শুধু দুই পরিবারের লোক ছিল। সে এখন আমার বাসাতেই আছে। তার পড়াশুনা চালিয়ে যাবো। করোনার কারণে আপাতত আমরা রাজশাহীতেই আছি। ’

অনূর্ধ্ব-১৯ দল থেকে উঠে আসার ২১ বছর বয়সী এই ক্রিকেটার বাংলাদেশের হয়ে এখন পর্যন্ত ৪ টেস্ট, ৫ ওয়ানডে ও ২টি টি-টোয়েন্টি খেলেছেন ।

বাংলাদেশ সময়: ২১০৮ ঘণ্টা, জুলাই ১৪, ২০২০
এমএমএস/এসএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।