ঢাকা, বুধবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

আফগানিস্তান বিশ্বকাপ জিতলে আমি বিয়ে করব: রশিদ খান

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৩ ঘণ্টা, জুলাই ১২, ২০২০
আফগানিস্তান বিশ্বকাপ জিতলে আমি বিয়ে করব: রশিদ খান রশিদ খান-ছবি: সংগৃহীত

বয়স মাত্র ২১। কিন্তু এই বয়সেই রীতিমত আকাশছোঁয়া সাফল্য পেয়েছেন রশিদ খান। আফগান ক্রিকেটের সবচেয়ে বড় তারকা তিনি। আফগান ক্রিকেট দলের অধিনায়ক স্বাভাবিকভাবেই দেশটির সবচেয়ে কাঙ্ক্ষিত ব্যাচেলর। এত বড় তারকার বিয়ে নিয়ে আগ্রহেরও কমতি নেই। লেগ স্পিনিং অলরাউন্ডার আগ্রহের জবাবও দিলেন বেশ কৌশলে।

অল্প সময়েই সংক্ষিপ্ত পরিসরের ক্রিকেটের সবচেয়ে কার্যকর লেগ স্পিনারদের একজন হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করা রশিদ খানের ক্যারিয়ার রূপকথার চেয়ে কোনো অংশেই কম নয়। ক্রিকেটের নবীন সদস্য আফগানিস্তানের জার্সিতে মাত্র ৭ টেস্ট, ৬৭ ওয়ানডে এবং ৪৮ টি-টোয়েন্টি খেলেই ২০০ উইকেটের মালিক তিনি।

 

শুধু জাতীয় দল কেন, বিশ্বের প্রায় সব ফ্র্যাঞ্চাইজিভিত্তিক ক্রিকেট লিগগুলোর ‘হটকেক’ বলা হয় রশিদ খানকে। তুমুল জনপ্রিয় এই স্পিনার ব্যাট হাতে দুর্দান্ত। স্বাভাবিকভাবেই ২১ বছর বয়সী তরুণ কবে বিয়ে করবেন তা নিয়ে ভক্তদের মধ্যে আগ্রহের কমতি নেই। অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন ঠিকই, কিন্তু সঙ্গে যুক্ত করলেন চমকে দেওয়া শর্ত।

‘আজাদী রেডিও’কে দেওয়া এক সাক্ষাৎকারে আইসিসি’র টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ের এক নম্বর বোলার বলেন, ‘আফগানিস্তান যেদিন বিশ্বকাপ জেতার পর আমি বিয়ে করব। ’ এখন পর্যন্ত কোনো আন্তর্জাতিক টুর্নামেন্টের নকআউট পর্বে খেলার যোগ্যতা অর্জন করতে না পারা দলের একজন সদস্যের জন্য এটা অনেক বড় প্রতিজ্ঞা সন্দেহ নেই।

জাতীয় দলের হয়ে সর্বশেষ আয়ারল্যান্ডের বিপক্ষে মাঠে নেমেছিলেন রশিদ খান। সেবার তিন ম্যাচে ৫ উইকেট নিয়ে আফগানদের সিরিজ জেতাতে বড় ভূমিকা রেখেছিলেন তিনি। এরপর করোনা মহামারির কারণে ক্রিকেট সিরিজ কিংবা টুর্নামেন্টগুলো স্থগিত কিংবা বাতিল হতে শুরু করে। ফলে আয়ারল্যান্ড সফরের পর থেকে ঘরে বসেই সময় কাটছে রশিদ খানদের।

বাংলাদেশ সময়: ১৫৩৩ ঘণ্টা, জুলাই ১২, ২০২০
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।