ঢাকা, মঙ্গলবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

মা হারালেন সাবেক অধিনায়ক গাজী আশরাফ হোসেন লিপু

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৮ ঘণ্টা, জুন ২২, ২০২০
মা হারালেন সাবেক অধিনায়ক গাজী আশরাফ হোসেন লিপু

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক গাজী আশরাফ হোসেন লিপুর মা মিনা হোসেন আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সোমবার (২২ জুন) বিকেলে বসুন্ধরা আবাসিক এলাকার নিজ বাসায় না ফেরার দেশে পাড়ি জমান লিপুর মা।

মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৮৬ বছর। দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত কারণে অসুস্থ ছিলেন সাবেক এই অধিনায়কে মা।

গাজী আশরাফের পারিবারিক সূত্র তার মায়ের মৃত্যুর খবরটি নিশ্চিত করেছে। বাদ এশা নামাজে জানাজার পর মোহাম্মদপুর তাজমহল রোডে তার দাফন কাজ সম্পন্ন হবে।

সাবেক এই অধিনায়কের মায়ের মৃত্যুতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) গভীয় শোক জানিয়েছ। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেছেন, ‘বিসিবর পক্ষ থেকে আমি মরহুমার পরিবারকে সমবেদনা জানাচ্ছি এবং তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি। ’

বাংলাদেশ সময়: ১৯৫৬ ঘণ্টা, জুন ২২, ২০২০
আরএআর/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।