ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

বিসিবি পরিচালক শফিউল করোনায় আক্রান্ত

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১০ ঘণ্টা, মে ২৩, ২০২০
বিসিবি পরিচালক শফিউল করোনায় আক্রান্ত

আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক,বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ও বিসিবি উইমেন্স উইংয়ের চেয়ারম্যান শফিউল আলম চৌধুরী নাদেল করোনা ভাইরাসের আক্রান্ত হয়েছেন। বাংলাদেশের ক্রিকেট সংশ্লিষ্ট কোনো কর্মকর্তা এবারই প্রথম করোনা পজিটিভের খবর শোনা গেল।

বৃহস্পতিবার (২১ মে) রাতে তার করোনা রিপোর্ট পজিটিভ আসে। কয়েক দিন আগে কিছুটা জ্বর অনুভূত হওয়ায় বুধবার (২০ মে) তিনি করোনা পরীক্ষার জন্য নমুনা দেন।

শফিউল আলম নাদেলের ঘনিষ্ঠ সিলেট চেম্বারের ভাইস প্রেসিডেন্ট তাহমিন আহমদ বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করে বলেন, তার জন্য আমরা দোয়া করছি। এখন পর্যন্ত তার অবস্থা স্থিতিশীল। তিনি ভালো আছেন।

এর আগে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের সাবেক ক্রিকেটার আশিকুর রহমান ও প্রিমিয়ার লিগ খেলা সাবেক ক্রিকেটার সজীব দাসের করোনা আক্রান্তের কথা জানা যায়।

বাংলাদেশ সময়: ১১০৮ ঘণ্টা, মে ২৩, ২০২০
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।