ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

অবশেষে জোফরা আর্চারের বিশ্বকাপজয়ী মেডেল উদ্ধার 

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৫ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০২০
অবশেষে জোফরা আর্চারের বিশ্বকাপজয়ী মেডেল উদ্ধার 

বিশ্বকাপজয়ী মেডেল হারিয়ে প্রায় পাগল অবস্থা হয়ে গিয়েছিল ইংলিশ পেসার জোফরা আর্চারের। জীবনের এত বড় এক স্মৃতি স্মারক হারিয়ে গেলে স্বাভাবিকভাবে কারও হুঁশ কি থাকবে? তবে শেষ পযর্ন্ত মুখে হাসি ফুটেছে ২৫ বছর বয়সী গতি তারকার। অবশেষে উদ্ধার হয়েছে আর্চারের বিশ্বকাপজয়ী মেডেল। 

রোববার (২৬ এপ্রিল) এক অতিথির বাসার বেডরুমে হঠাৎ করেই পেয়েই যান তার হারানো সম্পত্তি। উদ্দেশ্যহীন সেই খোঁজাখুঁজিই শেষ পযর্ন্ত স্বস্তি এনে দিয়েছে আর্চারের মনে।

 

নিজের হারানো মেডেল খুঁজে পাওয়ার বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে জানিয়ে দিয়েছেন ইংলিশ পেসার। অ্যাশেজ জয় এবং বিশ্বকাপজয়ী দুই মেডেল পাশাপাশি রাখার ছবি পোস্ট করে নিজের অফিসিয়াল টুইটারে আর্চার লিখেছেন, ‘উদ্দেশ্যহীনভাবে অতিথির বেডরুমে খুঁজছিলাম আর পেয়ে গেলাম। ’ 

এর আগে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি রেডিওতে বিশ্বকাপজয়ী মেডেল হারিয়ে ফেলার বিষয়টি প্রকাশ্যে আনেন আর্চার। ২০১৯ বিশ্বকাপে ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ ২০ উইকেট শিকারী বলেন, ‘একজনের এঁকে দেওয়া আমার ছবির ওপর আমি সেই মেডেলটি রেখেছিলাম। তবে পরে আমি আমার বাসা বদল করি, তবে নতুন দেয়ালে ছবি থাকলেও মেডেলটি আর নেই। আমি গত এক সপ্তাহ ধরে মেডেলটি খুঁজছি, তবে এখনও পাইনি। ’

তিনি আরও বলেছিলেন, ‘আমি জানি মেডেলটি এই বাসাতেই কোথাও আছে, আমি এটি খুঁজে যাচ্ছি। তবে এটি খুঁজতে খুঁজতে আমার পাগল প্রায় অবস্থা। ’

বাংলাদেশ সময়: ১১১৪ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০২০
ইউবি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।