ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

সন্ধ্যার দৌড় শেষ করলেন মুশফিক

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৬ ঘণ্টা, এপ্রিল ৫, ২০২০
সন্ধ্যার দৌড় শেষ করলেন মুশফিক অনুশীলনে মুশফিক

করোনা ভাইরাসের কারণে বাংলাদেশের সকল ধরনের ক্রিকেট অনির্দিষ্টকালের জন্য স্থগিত। তাই ক্রিকেটাররা ঘরে অলস সময় পার করছেন। তবে এই সময়ে ক্রিকেটারদের বড় চ্যালেঞ্জ হলো ফিটনেস ধরে রাখা। আর সেটা নিয়েই কাজ করছেন বাংলাদেশের অভিজ্ঞ উইকেটরক্ষক-ব্যাটসম্যান মুশফিকুর রহিম। 

রোববার (৫ এপ্রিল) নিজের ফেসবুক পেজে রানিং মেশিনে দৌড়ের ভিডিও পোস্ট করেছেন ৩২ বছর বয়সী তারকা। আর ক্যাপশনে লিখেছেন, ‘সময় কোনো ব্যাপার নয়… সন্ধ্যার দৌড় শেষ করলাম… আলহামদুলিল্লাহ… ঘরে থাকুন, নিরাপদে থাকুন।

’ 

করোনা ভাইরাসের কারণে উদ্ভূত পরিস্থিতিতে ক্রিকেটাররা যেন নিজেদের ফিটনেস ঠিক রাখে সেজন্য গত বুধবার (০১ এপ্রিল) বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নির্দেশনা দিয়েছে। বিসিবি’র ফিজিক্যাল পারফরম্যান্স বিভাগের প্রধান নিক লি এই নির্দেশনা দিয়েছেন।

বাংলাদেশ সময়: ২০০৫ ঘণ্টা, এপ্রিল ০৫, ২০২০
ইউবি  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।