ঢাকা, শনিবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

জন্মদিনের উপহার: ভাড়া মওকুফ করলেন তাসকিনের বাবা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৮ ঘণ্টা, এপ্রিল ১, ২০২০
জন্মদিনের উপহার: ভাড়া মওকুফ করলেন তাসকিনের বাবা

৩ এপ্রিল ২৫ বছরে পা রাখবেন বাংলাদেশ জাতীয় দলের পেসার তাসকিন আহমেদ। আর প্রতিবছরই বাবার কাছ থেকে জন্মদিনের বিশেষ উপহার পেয়ে থাকেন তিনি। তবে এবার আবদার করে মানবিক এক উপহার চেয়ে নিলেন।

সাম্প্রতিক করোনা ভাইরাস পরিস্থিতিতে বাসার ভাড়াটিয়াদের এক মাসের ভাড়া মওকুফ করার আবদার করেন বাবার কাছে। বাবা আবদুর রশিদ তা মেনেও নিলেন।

এর আগে তাসকিনের বাবা নিজ উদ্যোগে দুস্থদের সাহায্য করেছেন। জানা যায় সমাজের বিত্তবানদের উৎসাহিত করার জন্যই বেশ ঘটা করে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন তিনি।

বাংলাদেশে এখন পর্যন্ত করোনা আক্রান্ত হয়েছেন ৫৪ জন। আর মৃত্যু হয়েছে ৬ জনের। যেখানে বিশ্বব্যাপী আক্রান্তের সংখ্যা প্রায় ৯ লাখ। আর মৃতের সংখ্যা ৪০ হাজার ছাড়িয়েছে।

বাংলাদেশ সময়: ২১২৭ ঘণ্টা, এপ্রিল ০২, ২০২০
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।