ঢাকা, শনিবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

বাতিল হতে পারে ২০২০ আইপিএল!

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫১ ঘণ্টা, মার্চ ৩০, ২০২০
বাতিল হতে পারে ২০২০ আইপিএল!

যদিও ভারতীয় ক্রিকেট বোর্ড থেকে এখনও কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি, তবে প্রাণঘাতী করোনা ভাইরাসের কারণে চলমান বছরের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) বাতিল হতে পারে। ভারতীয় সরকার ও ক্রীড়া মন্ত্রণালয়ের ভিসার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নিলেই বিসিসিআই ও আইপিএল এ ব্যাপারে আনুষ্ঠনিক ঘোষণা দেবে বলে জানায় ভারতীয় সংবাদ মাধ্যমগুলো।

আগামী ১৫ এপ্রিল পর্যন্ত ভারতে সকল ভিসা বাতিল করেছে দেশটির সরকার। তবে এরপরেও পরিস্থিতি স্বাভাবিক হবে, এমন কোনো নিশ্চয়তা নেই।

এছাড়া করোনা আক্রান্তের সংখ্যাও দিন দিন বাড়ছে। আর এমন পরিস্থিতিতে আইপিএল হওয়ার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে।

এদিকে ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস জানায়, আইপিএল যদি পরের বছর গড়ায় তবে সেখানে কোনো মেগা নিলাম অনুষ্ঠিত হবে না। যেখানে মেগা নিলামের জন্য ২০২১ সালকে বেছে নেওয়া হতে পারে।

আইপিএল প্রশাসনের এক কর্মকর্তা এ বিষয় বলেন, ‘আইপিএল এবছর অনুষ্ঠিত হচ্ছে না। এটা পরের বছর হবে। আমরা সবাই দেশের বর্তমান পরিস্থিতি সম্পর্কে জানি। ফলে কেউ ঝুঁকি নিতে চাইছে না। স্টেডিয়ামে সামাজিক দূরত্ব মানা সম্ভব না। তাই ভালো হবে আসরটি পরের বছর নেয়ার। একই সঙ্গে কোনো মেগা নিলামও অনুষ্ঠিত হবে না। ’

এর আগে গত ১৪ মার্চ আইপিএল ফ্র্যাঞ্চাইজিগুলোর সঙ্গে আলোচনায় বসেছিল বিসিসিআই। সে সময় বোর্ড সভাপতি সৌরভ গাঙ্গুলী আশা করেছিলেন, ছোট করে হবে এ বারের আইপিএল। তবে ১৪ মার্চের পর দু’সপ্তাহের বেশি সময় চলে গেলেও পরিস্থির কোনো পরিবর্তন হয়নি।

বাংলাদেশ সময়: ১৫৪৮ ঘণ্টা, মার্চ ৩০, ২০২০
এমএমএস 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।