ঢাকা, শনিবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

অধিনায়কত্বের নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হলো স্মিথের

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৯ ঘণ্টা, মার্চ ২৯, ২০২০
অধিনায়কত্বের নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হলো স্মিথের স্মিথ

বল টেম্পারিংয়ের দায়ে শাস্তি পাওয়া অস্ট্রেলিয়ার ক্রিকেটার স্টিভেন স্মিথের ওপর থেকে অধিনায়কত্বের নিষেধজ্ঞার মেয়াদ শেষ হয়েছে। রোববার (মার্চ ২৯) এই সাজার মেয়াদ শেষ হয়। ফলে অস্ট্রেলিয়ার হয়ে অধিনায়কত্ব করতে আর কোনো বাধা থাকলো না ৩০ বছর বয়সী স্মিথের।

২০১৮ সালে স্বাগতিক দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কেপটাউনে দ্বিতীয় টেস্টে বল টেম্পারিংয়ে জড়িয়ে পড়েন তখনকার অধিনায়ক স্মিথ ও সহ-অধিনায়ক ডেভিড ওয়ার্নার। বল টেম্পারিং করেছিলেন অস্ট্রেলিয়ার তরুণ ওপেনার ক্যামেরুন ব্যানক্রফট।

টেম্পারিংয়ে জড়িত থাকায় স্মিথ ও ওয়ার্নারকে সব ধরনের ক্রিকেট থেকে এক বছরের জন্য নিষিদ্ধ করে ক্রিকেট অস্ট্রেলিয়া। আর ব্যানক্রফটকে নয় মাসের নিষেধাজ্ঞা দেয়া হয়।

এর পাশাপাশি স্মিথের ওপর দুই বছরের জন্য অধিনায়কত্বের নিষেধজ্ঞার শাস্তি দেওয়া হয়। অন্যদিকে ওরার্নারের ওপর আজীবন অধিনায়কত্বের নিষেধজ্ঞা জারি করে ক্রিকেট অস্ট্রেলিয়া।

চাইলেই অস্ট্রেলিয়া এখন স্মিথকে অধিনায়ক ঘোষণা করতে পারে, ওয়ার্নারের জন্য যে পথটা আজীবনের জন্য বন্ধ।

বাংলাদেশ সময়: ১৫৪৪ ঘণ্টা, মার্চ ২৯, ২০২০
আরএআর/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।